বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে

বল খেলায় আশরাফুলকে ছাড়িয়ে মুশফিক

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 15:38 সোমবার, 12 নভেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে বল সংখ্যায় সবচেয়ে দীর্ঘ ইনিংসের তালিকায় জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা অপরাজিত ২১৯ রানের ইনিংস খেলতে ৪২১ বল মোকাবেলা করেছেন তিনি। 

২০১৩ সাল থেকে এই তালিকায় শীর্ষে থাকা মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে গেছেন তিনি। ২০১৩ সালের গল টেস্টে ১৯০ রানের ইনিংস খেলতে ৪১৭ বল খেলেছিলেন আশরাফুল।
 
বাংলাদেশের অভিষেক টেস্টে আমিনুল ইসলাম বুলবুলের সেঞ্চুরিটিও এসেছে যথেষ্ট ধীরগতিতে। ভারতের বিপক্ষে ১৪৫ রান করতে ৩৮০ বল খেলেছিলেন তিনি।

২০০৩ সালে পেশোয়ার টেস্টে জাভেদ ওমর তাঁর স্মরণীয় ১১৯ রানের ইনিংসটি খেলতে ৩৫৭ বল খরচা করেছিলেন। 

তালিকায় চতুর্থ অবস্থানে আছে নাফিস ইকবালের ১২১ রানের ইনিংসটি। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ৩৫৫ খেলেছিলেন তিনি। 

খান পরিবারের আরেক তারকা তামিম ইকবালও আছেন এই তালিকায়, ২০১৪ সালের খুলনা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৯ রানের ইনিংসে ৩৩২ বল খরচা করেছিলেন তিনি।