বাংলাদেশ- জিম্বাবুয়ে সিরিজ

মমিনুলের রেকর্ড একদিনও টিকল না

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 14:05 সোমবার, 12 নভেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৯০ রানের ইনিংস খেলে মমিনুল হককে ছাড়িয়ে গেছেন তিনি। 

একই টেস্টের প্রথম দিনে ১৬১ রান করে শীর্ষে উঠে এসেছিলেন মমিনুল। কিন্তু মমিনুলকে একদিনের বেশি শীর্ষে থাকতে দিলেন না মুশফিক। 

জিম্বাবুয়েরব বিপক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডে তৃতীয়তে আছেন সাকিব আল হাসান। খুলনায় ২০১৪ সালে ১৩৭ রান করেছিলেন তিনি। 

একই সিরিজের চট্রগ্রাম টেস্টে মমিনুলের অপরাজিত ১৩১ রান জায়গা রাখছে এই তালিকায়। 

ওপেনার ইমরুল কায়েসের ১৩০ রানের ইনিংসটি জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম সেরা ইনিংস। ২০১৪ সালে চট্রগ্রাম টেস্টে খেলেছিলেন ইনিংসটি।

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান...

১) মুশফিকুর রহিম ১৯০*, ঢাকা টেস্ট ২০১৮

২) মমিনুল হক ১৬১, ঢাকা টেস্ট ২০১৮

৩) সাকিব আল হাসান ১৩৭, খুলনা টেস্ট ২০১৪

৪) মমিনুল হক ১৩১*, চট্টগ্রাম টেস্ট ২০১৪

৫) ইমরুল কায়েস ১৩০, চট্টগ্রাম টেস্ট ২০১৪