আইপিএল

আইপিএলে কোচের ভূমিকায় কাইফ

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 22:30 শুক্রবার, 09 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লী ডেয়ারডেভিলসের নতুন সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ। ডেয়ারডেভিলস ফ্র্যাঞ্চাইজির একটি বিবৃতিতে এমনটা জানানো হয়েছে।

'আইপিএলের আগামী আসরের জন্য সাবেক ভারতীয় ব্যাটসম্যান মোহাম্মদ কাইফকে নিযুক্ত করা হয়েছে।'; বিবৃতিতে বলা হয়েছে।

এদিকে দিল্লীর সহকারী কোচ হতে পেরে দারুণ আনন্দিত ৩৭ বছর বয়সী কাইফ। মিডিয়ার সামনে তাৎক্ষনিকভাবে তিনি জানিয়েছেন,

'দিল্লী ডেয়ারডেভিলস ফ্র্যাঞ্চাইজির একটি অংশ হতে পেরে আমি আনন্দিত। আমি ছেলেদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি, যাতে করে তাঁরা ফ্র্যাঞ্চাইজিকে এবং দেশকে গর্বিত করতে পারে।' 

দিল্লীর কোচিং প্যানেলে হেড কোচের ভূমিকায় কাইফ পাচ্ছেন কিংবদন্তী অজি ক্রিকেটার রিকি পন্টিংকে। এছাড়া কাইফের মতোই ওই ফ্র্যাঞ্চাইজির আরেকজন সহকারী কোচ সাবেক অজি অলরাউন্ডার জেমস হোপসের সঙ্গে কাজ করবেন কাইফ। 

উল্লেখ্য, আইপিএলে কোচের ভূমিকায় এবারই প্রথম নন কাইফ। ২০১৭ সালের আইপিএলে গুজরাট লায়ন্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন একসময়কার সুপরিচিত এই ক্রিকেটার।