নারী বিশ্বকাপ

শেষ চারের বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 20:04 শুক্রবার, 09 নভেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

গতবারের চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশনে নামনে বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। 

২০১৮ সালে টি-টুয়েন্টি ফরম্যাটে দারুন ধারাবাহিকতার পরিচয় দেয়া বাংলাদেশ বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নেয়ার স্বপ্ন দেখছে। অধিনায়ক সালমা খাতুন প্রোভিডেন্সে ম্যাচের আগে এক ভিডিও বার্তায় বলেছেন,

'অবশ্যই স্বপ্ন আমাদের অনেক বড়। এখন যেহেতু আমরা ভাল করছি, সবাই অনেক আশাবাদি আমাদের নিয়ে। আমি আশা করি আমরা সুপার ফোরে যাব।'

বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপের মিশন শুরু করতে চাইবে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। নিজেদের শক্তি স্পিন বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে বেঁধে ফেলতে চায় বাংলাদেশ।

'আমি আগামীকালকের ম্যাচ নিয়ে অনেকটাই আশাবাদি। আমাদের যেই দল আছে, সেই দল নিয়ে আশাকরি আমরা অনেক ভাল করব। যেই উইকেট আছে, সেই উইকেটে আমরা আমাদের বোলিংটা ঠিক জায়গা মত করতে পারলে, ওয়েস্ট ইন্ডিজ দলকে ৮০-৯০ রানের মধ্যে রাখতে পারলে ম্যাচ জিততে পারব।'

এবারের বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর ক্যারিবিয়ান দ্বীপেও সফর করেছেন অনেকটা আগে। মূল লড়াইয়ের আগে গা গরম করা ম্যাচ খেলেছে দুটি। সব মিলিয়ে দলের প্রস্তুতিতে সন্তুষ্ট সালমা।

'আমরা যেহেতু অনেকদিন আগে এসেছি এখানে। আমরা দুইটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছি এই উইকেটে। সব কিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি অনেক ভাল। মেয়েরা অনেক ভাল খেলছে, ভাল ব্যাট করছে। এটা ধরে রাখতে পারলে আমরা ভাল ফলাফলের আশা করতে পারি।'