অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ

অবশেষে জিতল অস্ট্রেলিয়া

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 17:32 শুক্রবার, 09 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

স্কোরঃ

অস্ট্রেলিয়াঃ

২৩১ অল আউট (৪৮.৩ ওভার)

(অ্যালেক্স ক্যারি ৪৭, ক্রিস লিন ৪৪), কাগিসো রাবাদা (৫৪/৪)

দক্ষিণ আফ্রিকা ২২৪/৯ (৫০ ওভার)

(ডেভিড মিলার ৫১, ফাফ ডু প্লেসিস ৪৭), (মার্কাস স্টয়নিস ৩৫/৩)

অবশেষে জয়ের মুখ দেখেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের  দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের ৭ রানে হারিয়েছে অজিরা। এই জয়ে সিরিজে ১-১ সমতা আনল স্বাগতিকরা।

জয়ের জন্য ২৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৪ তুলতে সক্ষম হয়। দলের পক্ষে ডেভিড মিলার করেন সর্বোচ্চ ৫১ রান। 

এছাড়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে আসে ৪৭ রান। অজিদের পক্ষে দিনের সবচেয়ে সফল বোলার ছিলেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। 

৩৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন ৩ উইকেট। এর আগে প্রথমে ব্যাট করে ৪৮.৩ বলে ২৩১ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। 

দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারি। এছাড়া ক্রিস লিন ৪৪ এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চ করেন ৪১ রান।

ইনিংসের শেষের দিকে লেগ স্পিনার অ্যাডাম জাম্পার ব্যাট থেকে আসে ২২ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা একাই নেন ৪ উইকেট।