ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ

বিদায় টেস্টে পরাজয় উপহার পেলেন হেরাথ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 16:42 শুক্রবার, 09 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

স্কোরঃ

ইংল্যান্ড প্রথম ইনিংসঃ 

৩৪২ অল আউট (বেন ফকস ১০৭), (দিলরুয়ান পেরেরা ৭৫/৫)

শ্রীলংকা প্রথম ইনিংসঃ

২০৩ অল আউট (ম্যাথিউস ৫২), (মঈন আলি ৬৬/৪)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস 

৩২২/৬ ডিক্লে (কিটন জেনিংস ১৪৬*, বেন স্টোকস ৬২), রঙ্গনা হেরাথ (৫৯/২)

শ্রীলংকা দ্বিতীয় ইনিংসঃ

২৫০ অল আউট (ম্যাথিউস ৫৩), মঈন আলি (৭১/৪) 

ফলাফলঃ ২১১ রানে জয়ী ইংল্যান্ড।

বিদায়টা সুখকর হয় নি শ্রীলংকার লিজেন্ডারি স্পিনার রঙ্গনা হেরাথের। ক্যারিয়ারের শেষ টেস্টে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এই স্পিনারকে। সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ২১১ রানের বড় ব্যবধানে হারিয়ে ১-০ তে এগিয়ে গিয়েছে ইংলিশরা।  

জিততে হলে বিশ্বরেকর্ড করতে হত শ্রীলংকাকে। জয়ের জন্য তাঁদের ৪৬২ রানের লক্ষ্য দিয়েছিল জো রুটের দল। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫০ রানেই থেমে যায় শ্রীলংকার ইনিংস। 

চতুর্থ দিন বিনা উইকেটে ১৫ রান নিয়ে খেলতে নেমে দলীয় ৫৯ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে বসে শ্রীলংকা। দলীয় ৯৮ রানে সাজঘরে ফেরেন ধনঞ্জয় ডি সিলভাও।

কুশল সিলভা এক প্রান্তে থিতু হয়ে খেললেও ব্যক্তিগত ৪৫ রানে লিচের শিকার হয়ে ফেরেন। দলের পক্ষে শুধু মাত্র অধিনায়ক ম্যাথিউস ফিফটির দেখা পান। ৫৩ রান করে মঈন আলিকে উইকেট ছুঁড়ে দেন তিনি।

ম্যাথিউসের বিদায়ের পর শ্রীলংকার পরাজয়টা ছিল শুধু সময়ের মাত্র। আদিল রশিদ এবং মঈন আলির ঘূর্ণির সামনে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন লঙ্কান লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। 

এর আগে নিজেদের প্রথম ইনিংসে বেন ফকসের সেঞ্চুরিতে ৩৪২ রানের পুঁজি পেয়েছিল ইংলিশরা। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে শতক হাঁকান উইকেট রক্ষক ফকস। 

ইংলিশদের প্রথম ইনিংসের জবাবে শ্রীলংকা গুটিয়ে যায় মাত্র ২০৩ রানে। ইংলিশদের পক্ষে মঈন আলি একাই শিকার করেন ৪ উইকেট। 

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে কিটন জেনিংসের অপরাজিত ১৪৬ রানের উপর ভোর করে ইংলিশরা ৬ উইকেটে ৩২২ রান নিয়ে ইনিংস ঘোষণা করেন।