জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)

শীর্ষ বোলারদের তালিকায় স্পিনারদের আধিপত্য

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 12:36 শুক্রবার, 09 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

জাতীয় লিগের (এনসিএল) সদ্য সমাপ্ত আসরে বরাবরের মতো আধিপত্য ছিল স্পিনারদের। ফলে শীর্ষ পাঁচ বোলারের মধ্যে চারজনই স্পিনার। বাকি একজন পেসার।

লিগের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন চট্টগ্রাম বিভাগের স্পিনার নাঈম হাসান। ৬ ম্যাচে ৯ ইনিংসে ২৫.০৩ গড়ে ২৮ দখল করেছেন এই তরুণ।

এবারের আসরে ৫ উইকেট নিয়েছেন দুইবার, ম্যাচে ১০ উইকেট একবার। এবারের আসরের ইনিংসে সেরা বোলিং ৮/১০৬ এই অফ স্পিনারের দখলে। এটা তাঁর ক্যারিয়ার সেরা বোলিং পরিসংখ্যানও।

নাঈম অন্যদের সাথে ব্যবধানটা আরও বাড়াতে পারতেন। যদি বেরশিক বৃষ্টি হানা না দিত তিনটি ইনিংসে। এক ইনিংসে তিনি করতে পেরেছেন কেবল ২ ওভার। আরেকটি ম্যাচে মাঠে নামারই সুযোগ হয়নি তার।

ঢাকা বিভাগের বিপক্ষে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট পেয়েছেন তিনি। সেই ম্যাচে ১৪৫ রান খরচায় তুলে নিয়েছিলেন ১১ উইকেট। এরপর ঢাকা মেট্রোর বিপক্ষেও বোলিং ঝলক দেখিয়েছেন।

সেই ম্যাচে নিয়েছিলেন ৯ উইকেট। শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় দুই নম্বরে আছেন ঢাকা মেট্রোর আরাফাত সানি। ৫ ম্যাচে ৯ ইনিংসে ২৪.৬৫ গড়ে অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার নেন ২৩ উইকেট।

একটি ম্যাচেই ৫ উইকেট পেয়েছলেন তিনি। ইনিংসে সেরা বোলিং পরিসংখ্যান ৫৭ রানের বিনিময়ে ৭ উইকেট। এই তালিকার ৩ নম্বরে আছেন ফরহাদ রেজা। ৬ ম্যাচে ১২ ইনিংসে ২৬.৫৯ গড়ে ২২ উইকেট নিয়েছেন এই পেসার।

ফলে বলাই যায় এই পেসার রাজশাহীর শিরোপা জয়ে দারুণ ভূমিকা রেখেছেন। তবে এক্ষেত্রে স্পিনার সানজামুল ইসলামেরও অবদান কম নয়। তিনি ৬ ম্যাচে ১১ ইনিংসে ২৯.৫০ গড়ে ২০ উইকেট নিয়েছেন।

ফলে শীর্ষ উইকেট শিকারিদের তালিকার ৪ নম্বরে আছেন তিনি। রংপুরের বিপক্ষে ১৪১ রানে বাঁহাতি এই স্পিনার নেন ১১ উইকেট। ১৯ উইকেট নিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন বরিশালের স্পিনার সোহাগ গাজী।

তিনি ২৭.৯৪ গড়ে নেন ১৯ উইকেট। ইনিংস সেরা পরিসংখ্যান ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট। আর ম্যাচ সেরা ১০৫ রানের বিনিময়ে ৭ উইকেট।

জাতীয় ক্রিকেট লিগের শীর্ষ পাঁচ বোলারঃ

১. নাঈম হাসান: উইকেট – ২৮; সেরা বোলিং – ৮/১০৬; পাঁচ উইকেট – ২

২. আরাফাত সানি: উইকেট – ২৩; সেরা বোলিং – ৭/৫৭; পাঁচ উইকেট - ১

৩. ফরহাদ রেজা: উইকেট – ২২; সেরা বোলিং – ৪/২৬; পাঁচ উইকেট - ০

৪. সানজামুল ইসলাম: উইকেট – ২০; সেরা বোলিং – ৭/৬৯; পাঁচ উইকেট - ১

৫. সোহাগ গাজী: উইকেট – ১৯; সেরা বোলিং – ৫/৪০; পাঁচ উইকেট - ১