জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)

জাতীয় লিগের সেরা ব্যাটসম্যান সাদমান

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 11:17 শুক্রবার, 09 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরের শিরোপা জিতেছে রাজশাহী বিভাগ। তবে এই আসরের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকায় নাম নেই কোনো রাজশাহীর ব্যাটসম্যানের।

জাতীয় লিগের এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ঢাকা মেট্রোর ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিক।  ৬ ম্যাচে ১০ ইনিংস ব্যাটিং করে ২ সেঞ্চুরি,৩ হাফ সেঞ্চুরিতে তাঁর সংগ্রহ ৬৪৮ রান।

সাদমানের ব্যাটিং গড়টাও অসাধারণ ৬৮.৮০। এবারের আসরের প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের সেরা ইনিংস খেলেছেন তিনি। ক্যারিয়ার সর্বোচ্চ ১৮৯ রান ছাড়াও খেলেছেন ১৫৭ রানের আরেকটি ইনিংস।

তাঁর ব্যাট থেকে এসেছে ৩টি অর্ধশতক। দ্বিতীয় সেরা ব্যাটসম্যান খুলনা বিভাগের হয়ে খেলা তুষার ইমরান। তাঁর ব্যাট থেকেই এসেছে টুর্নামেন্টের সর্বোচ্চ ৩ টি সেঞ্চুরি। সঙ্গে ১ অর্ধশতকে তিনি ৫১৮ রান করেছেন। ব্যাটিং গড় ৫৭.৫৫।

এই তালিকার তিন নম্বরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। শীর্ষ রান সংগ্রাহকদের মধ্যে তাঁর নাম দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন জাতীয় দলের নির্বাচকরা।

তিনি ৪৭১ রান করেছেন। সর্বোচ্চ ১০৩ রানের অপরাজিত ইনিংস। টুর্নামেন্টে আর সেঞ্চুরির দেখা পাননি সৌম্য। তবে তাঁর ব্যাট থেকে এসেছে ৪টি অর্ধশতক। চার নম্বরে আছেন রংপুরের নাঈম ইসলাম।

তিনি ১ সেঞ্চুরিতে ৪৪৪ রান করেছেন। আর ৩ অর্ধশতকে তার ব্যাটিং গড় ৪৯.৩৩। এই তালিকার পাঁচ নম্বরে ঢাকা বিভাগের ব্যাটসম্যান রনি তালুকদার। তিঁনি এবারের আসরে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন।

যা তার ক্যারিয়ার সেরাও। চট্টগ্রামের বিপক্ষে তিনি ২২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এর আগে তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ২২৭ রানের। মূলত এই ডাবল সেঞ্চুরিই তাঁকে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকায় জায়গা করে দিয়েছে।

এছাড়া আর কোনো বড় ইনিংস খেলতে পারেননি তিঁনি। টুর্নামেন্টে ২ হাফ সেঞ্চুরি আর ১ সেঞ্চুরিতে ৪২৬ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৮৫.২।

জাতীয় ক্রিকেট লিগের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানঃ

১. সাদমান ইসলাম: রান - ৬৪৮; সর্বোচ্চ- ১৮৯; গড় - ৬৪.৮; সেঞ্চুরি - ২; হাফসেঞ্চুরি - ৩

২. তুষার ইমরান: রান - ৫১৮; সর্বোচ্চ- ১৫৯; গড় - ৫৭.৫৫; সেঞ্চুরি - ৩; হাফসেঞ্চুরি - ১

৩. সৌম্য সরকার: রান - ৪৭১; সর্বোচ্চ- ১০৩*; গড় – ৬৭.২৮; সেঞ্চুরি - ১; হাফসেঞ্চুরি - ৪

৪. নাঈম ইসলাম: রান - ৪৪৪; সর্বোচ্চ- ১০০*; গড় – ৪৯.৩৩; সেঞ্চুরি - ১; হাফসেঞ্চুরি - ৩

৫. রনি তালুকদার: রান - ৪২৬; সর্বোচ্চ- ২২৮*; গড় – ৮৫.২; সেঞ্চুরি - ১; হাফসেঞ্চুরি – ২