এনসিএল

খুলনার ড্র'য়ের নায়ক মইনুল

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 19:48 বৃহস্পতিবার, 08 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের খেলায় প্রত্যাশিতভাবেই ড্র করেছে খুলনা বিভাগ এবং রংপুর বিভাগ। রংপুরের সামনে ২৯৫ রানের লক্ষ্য দিয়েছিল খুলনা। শেষ ইনিংসে ছয় উইকেট হারিয়ে ১৮৪ রানে থেমেছে রংপুর।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জিয়াউর রহমান এবং মইনুল ইসলামের ফিফটিতে ২৮২ রানে গিয়ে থামে খুলনার দ্বিতীয় ইনিংস। মইনুল করেন ৫৫ রান, জিয়াউরের সংগ্রহ ৫২ রান।

২৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই তুলনামূলক আগ্রাসী ক্রিকেট খেলছিল রংপুর। দুই ওপেনার মেহেদী মারুফ এবং রাকিন আহমেদ মিলে গড়েছেন ১০৪ রানের উদ্বোধনী জুটি।

মারুফ করেন ৫০ রান। রাকিনও ফিরে যান ৭৪ রান করে। এরপরে খুলনার বোলার মেহেদী হাসানের বলে মিডল অর্ডারের আরও তিন ব্যাটসম্যানকে হারায় রংপুর।

তানবির হায়দার ১২, নাঈম ইসলাম ১ ও সোহরাওয়ার্দি শুভ ২৫ রান করে ফেরেন। শেষমেশ ৫১ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৮৪ রানেই থামে রংপুর, প্রত্যাশিত ফলাফল নিয়েই মাঠ ছেড়েছে দুই দল। দুই ইনিংসেই ফিফটি হাঁকিয়ে খুলনার ত্রাণকর্তা মইনুল ইসলাম।  

সংক্ষিপ্ত স্কোরঃ- 
টস- রংপুর বিভাগ (ফিল্ডিং)
খুলনা বিভাগ (প্রথম ইনিংস)- ২৬১/১০ 
(মইনুল-৫৪, জিয়াউর- ৪০; তানবির- ৩/১৪, সাজেদুল- ৩/৫৮)
রংপুর বিভাগ (প্রথম ইনিংস)- ২৪৯/৮ (ইনিংস ঘোষণা) 
(ধীমান-৫০*, শুভ-৪৮; রাজ্জাক-৪/৬২, সৌম্য- ১/২০)
খুলনা বিভাগ (দ্বিতীয় ইনিংস)- ২৮২/১০ 
(জিয়াউর-৫২, মইনুল-৫৫, সোহান-৫২; তানবির- ৩/৪০) 
রংপুর বিভাগ (দ্বিতীয় ইনিংস)- ১৮৪/৬ (লক্ষ্য ২৯৫)
(রাকিন- ৭৪, মারুফ ৫০; মেহেদী ৩/১৭)
ফলাফল- ম্যাচ ড্র
ম্যান অফ দ্যা ম্যাচ- মইনুল ইসলাম (খুলনা)

খুলনা বিভাগ একাদশঃ মেহেদি হাসান, আনামুল হক বিজয়, সৌম্য সরকার, তুষার ইমরান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, মইনুল ইসলাম, আব্দুর রাজ্জাক (অধিনায়ক), আব্দুল হালিম, আল-আমিন হোসেন। 

রংপুর বিভাগ একাদশঃ মেহেদি মারুফ, রাকিন আহমেদ, মাহমুদুল হাসান, নাইম ইসলাম, সোহরাওয়ার্দি শুভ, তানবির হায়দার, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), সাজেদুল ইসলাম (উইকেটরক্ষক), রবিউল হক, সঞ্জিত সাহা, শুভাশিষ রায়।