এনসিএল ২০১৮

শেষ বারের মত ব্যাটিংয়ে রাজিন সালেহ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 15:17 বুধবার, 07 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

স্কোরঃ 

সিলেট প্রথম ইনিংসঃ 

২৩৮ অল আউট 

রাজিন সালেহ ৬৭, শাহাদাত হোসেন (৬৪/৩)

ঢাকা ডিভিশন প্রথম ইনিংসঃ

৩৪৬ অল আউট 

আব্দুল মজিদ ১০৪, এনামুল হক (৮৭/৫)

সিলেট দ্বিতীয় ইনিংসঃ 

৫৮/৩

রাজিন সালেহ ২০*, অলক কাপালি ১৮*, শাহাদাত হোসেন  (১৯/২)

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে সিলেট। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের স্কোর ৩ উইকেট হারিয়ে ৫৮ রান। ক্যারিয়ারের শেষ ম্যাচে শেষ বারের মতো ১৮ রান নিয়ে ব্যাট করছেন রাজিন সালেহ। 

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৩৮ রানে অল আউট হয়েছিল সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান হাঁকিয়েছিলেন রাজিন সালেহ। এছাড়া জাকির আলির ব্যাট থেকে আসে ৫৭ রান। 

সিলেটের ২৩৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ঢাকা অল আউট হয়েছে ৩৪৬ রানে। আব্দুল মজিদ দলের পক্ষে করেন সর্বোচ্চ ১০৪ রান। 

ঢাকা 

মোহাম্মদ শরিফ, রকিবুল হাসান, শুভাগত হোম, রনি তালুকদার, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরি, মোশাররফ রুবেল, তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসান, শাহাদত হোসেন, মাহবুবুল আলম অনিক, নাজমুল হোসেন মিলন, দিদার হোসেন, মিনহাজ খান, মানিক মিয়া, শাকিল হোসেন, শাকিল তালুকদার, সৈকত হোসেন, জাহিদুজ্জামান, জয়রাজ শেখ ইমন, রাকিন আহমেদ।

সিলেট

ইমতিয়াজ হোসেন তান্না, শানাজ আহমেদ, সায়েম আলম রিজভি, জাকির হাসান, জাকির আলি অনিক, অলক কাপালি, রাজিন সালেহ, শাহনুর রহমান, এনানুল হক জুনিয়র, নাবিল সামাদ, রাহাতুল ফেরদৌস জাবেদ, আবু জায়েদ চৌধুরি রাহি, সৈয়দ খালেদ আহমেদ, ইমরান আলি এনাম, এবাদত হোসেন, মেহদি মাহবুব, তৌফিক খান তুষার, নাঈম হোসেন সাকিব, নাঈম আহমেদ, রুহেল মিয়া।