এনসিএল ২০১৮

খুলনার হয়ে একাই লড়ছেন সৌম্য

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 14:33 বুধবার, 07 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-

টসঃ- রংপুর বিভাগ

খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ২৬১ (৯৬ ওভার)

মইনুল ৫৪, তানবির (৩/১৪)

খুলনা বিভাগ দ্বিতীয় ইনিংসঃ

৫০/৩ (১২ ওভার)

সৌম্য ২৫* রবিউল হক (১/২)

রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ- ২৪৯/৮ ডিক্লে (৫৭ ওভার)

ধিমান ৫০*, আব্দুর রাজ্জাক (৬২/৪)

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের খেলায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে খুলনা ডিভিশন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের স্কোর ৩ উইকেট হারিয়ে ৫০ রান।

সৌম্য সরকার ২৫ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন। এর আগে দ্বিতীয় দিন ৪ উইকেটে ১৩৫ রান নিয়ে খেলতে নেমে রংপুর বিভাগ ২৪৯ রানের পুঁজি নিয়ে ইনিংস ঘোষণা করে। দলের পক্ষে অর্ধশতক হাঁকান ধিমান ঘোষ।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৬১ রানে অল আউট হয়েছিল খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন মইনুল ইসলাম। প্রথম ইনিংস রংপুরের হয়ে তানবির হায়দার নেন ৩ উইকেট। 

খুলনা বিভাগঃ- মেহেদী হাসান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তুষার ইমরান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, মইনুল ইসলাম, আব্দুল হালিম, আল আমিন হোসেন, আব্দুর রাজ্জাক (অধিনায়ক)।

রংপুর বিভাগঃ- সাজেদুল ইসলাম (অধিনায়ক), নাঈম ইসলাম, সোহরাওয়ার্দি শুভ, তানবির হায়দার, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মাহমুদুল ইসলাম, মেহেদী মারুফ, রাকিন আহমেদ, রবিউল হক, সঞ্জিত সাহা, শুভাশিস রয়।