এনসিএল ২০১৮

শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাট করছে রাজশাহী

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 13:56 বুধবার, 07 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||  

স্কোরঃ

বরিশালঃ

প্রথম ইনিংসঃ ৯৭ অল আউট 

আল আমিন ২৫, মোহর শেখ (২৪/৫)

দ্বিতীয় ইনিংসঃ ৩৪৬ অল আউট

আল আমিন ৯৭, ফরহাদ রেজা (৫৯/৪)

রাজশাহীঃ

প্রথম ইনিংসঃ

১৬০ অল আউট 

জুনায়েদ সিদ্দিকি ৭৮, মনির হোসেন (১৪/৫)

দ্বিতীয় ইনিংসঃ 

৩৯/০ (লক্ষ্য ২৮৪)

মিজানুর রহমান ১৯, সাব্বির হোসেন ১৬

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) শিরোপা ঘরে তোলার লক্ষ্যে ব্যাট করছে রাজশাহী। ম্যাচ জিততে হলে তাদেরকে করতে হবে মোট ২৮৪ রান। বর্তমানে তাঁদের স্কোর ৩৯ রান বিনা উইকেটে।  

এর আগে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৯৭ রানে অলআউট হয়ে গিয়েছিল বরিশাল। বরিশালকে অল্পতে থামিয়ে দিয়ে সুযোগ নিতে পারেনি রাজশাহী। তাঁরা প্রথম ইনিংসে করেছে মাত্র ১৬০। 

মূলত মনির হোসেনের বোলিং তোপেই উড়ে গেছে রাজশাহীর ইনিংস। রাজশাহীর হয়ে মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছুতে পেরেছেন। সাব্বির হোসেনের ১১, জুনায়েদ সিদ্দিকির ৭৮, জহুরুল ইসলামের ২৫ আর ফরহাদ রেজার ৩২ ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি।

বরিশালের হয়ে দারুণ এক হ্যাটট্রিকে একাই পাঁচ উইকেট দখল করেছেন মনির হোসেন। ২ টি করে উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও সোহাগ গাজী। ১টি উইকেট গেছে তানভির ইসলামের ঝুলিতে।

এদিকে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৪৬ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় বরিশাল। সর্বোচ্চ ৯৭ রান আসে আল আমিন হোসেনের ব্যাট থেকে। ফরহাদ রেজা দলের পক্ষে নেন ৪ উইকেট।

বরিশালঃ

কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, আল-আমিন, শাহরিয়ার নাফীস, সোহাগ গাজি, ফজলে রাব্বি মাহমুদ, মনির হোসেন খান, সালমান হোসেন ইমন, তৌহিদুল ইসলাম রাসেল, নুরুজ্জামান, তানভীর ইসলাম, ইসলামুল আহসান আবির, আব্দুল্লাহ আল সাইফ অন্তর, মইন খান, মইনুল ইসলাম, মোঃ মানিক, রাফসান মাহমুদ, জাকারিয়া মাসুদ, লিঙ্কন দে সঞ্জয়, শামসুল ইসলাম অনিক।

রাজশাহীঃ

মুশফিকুর রহিম, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, জুনাইদ সিদ্দিক, শরিফুল ইসলাম, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, সাকলাইন সজিব, সানজামুল ইসলাম, মুক্তার আলি, তাইজুল ইসলাম, দেলোয়ার হোসেন, মাইশুকুর রহমান, অভিষেক মিত্র, মোহর শেখ অন্তর, তৌহিদ হৃদয়, সাকির হোসেন, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম।