ভারতীয় ক্রিকেট

আইপিএলকে কৃতিত্ব দিচ্ছেন সাকিব সতীর্থ খলিল

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 12:48 বুধবার, 07 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতে অভিষেকের আগে আইপিএল খেলার সুযোগ পাওয়ায়, আন্তর্জাতিক ক্রিকেটে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন ২০ বছর বয়সী পেসার খলিল আহমেদ। সম্প্রতি উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ জিতে মিডিয়ার সামনে তিনি জানান, 

'এটা অবশ্যই অনেক বড় একটি বিষয় যদি আপনি আইপিএল খেলে থাকেন। তাহলে আন্তর্জাতিক ম্যাচ খেলার আগেই আপনি অনেক তারকার সঙ্গে খেলার সুযোগ পাবেন এবং প্রতিনিয়ত আপনি শিখবেন।

'এরপরে যখন আপনি ভারতের হয়ে খেলবেন তার আগেই আপনি অনেক কিছু শিখে আসবেন। ভুল কিভাবে শোধরাতে হয়, সেটাও জানবেন। এজন্যই বলছি, আইপিএল অনেক বেশি সাহায্য করে।'

তবে মজার বিষয় হচ্ছে গত দুই বছর মিলিয়ে আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলেছেন খলিল। ২০১৭ সালের আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে কোন ম্যাচেই সুযোগ পাননি। পরের বার সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদে খেলার সুযোগ মিলে তাঁর।

সেখানে সুযোগ পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একটি ম্যাচে খেলার। ঘরোয়া লীগে ভাল পারফর্ম করে জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন কিছুদিন আগে। এরই মাঝে ছয়টি ওয়ানডে খেলে ১১ টি উইকেটও নিয়েছেন। গেল টি-টুয়েন্টি ম্যাচেও নিয়েছেন দুটি উইকেট।

ভারতের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি আরও জানান, 'আমি প্রতিটি মুহূর্তই উপভোগ করি। আমি যখন ছোটো ছিলাম, তখন ভারতের হয়ে খেলতে চাইতাম। এখন যদি আমি চাপ অনুভব করি তাহলে হয়তো আমি সেরাটা দিতে পারব না। এখন আমি স্বপ্নের মধ্যে আছি। 

'বোলিং করার সময় আমি আরও আত্মবিশ্বাসী হতে চাই। ভারতের হয়ে আরও বেশি ভাল খেলতে চাই। আর যখন আপনি ভাল করতে থাকবেন এটা আপনার মধ্যে আত্মবিশ্বাস এনে দিবে যে, আপনি আরও বেশি ভাল করতে পারেন।'