জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)

মনিরের হ্যাটট্রিকে ঘুরে দাঁড়াল বরিশাল

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:39 মঙ্গলবার, 06 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||  

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে ৯৭ রানে অলআউট হয়ে গিয়েছিল বরিশাল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে দলটি।

ইতিমধ্যে তারা লিডও তুলে ফেলেছে। দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বরিশালের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৪৬ রান।

এর আগে, ধুঁকতে থাকা রাজশাহীকে ১৬০ রানে অল আউট করে দিয়েছে বরিশাল। মূলত মনির হোসেনের বোলিং তোপেই উড়ে গেছে রাজশাহীর ইনিংস।

রাজশাহীর হয়ে মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছুতে পেরেছেন। সাব্বির হোসেনের ১১, জুনায়েদ সিদ্দিকির ৭৮, জহুরুল ইসলামের ২৫ আর ফরহাদ রেজার ৩২ ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি।

বরিশালের হয়ে দারুণ এক হ্যাটট্রিকে একাই পাঁচ উইকেট দখল করেছেন মনির হোসেন। ২ টি করে উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও সোহাগ গাজী। 

১টি উইকেট গেছে তানভির ইসলামের ঝুলিতে। এদিকে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানেই ওপেনার সালমান হোসেনের উইকেট হারায় বরিশাল।

তিনি ১ রান করে শিকার হয়েছেন মোহর শেখের। এরপর ফজলে মাহমুদ রাব্বিকে নিয়ে একটি জুটি গড়েন শাহরিয়ার নাফিস।

রাব্বি ২৩ রান করে সানজামুল ইসলামের বলে ক্যাচ দিয়েছেন জহুরুল ইসলামের হাতে। ৩ বলের ব্যবধানে শাহরিয়ার নাফিস ৩৩ রান করে মুক্তার আলীর বলে বোল্ড আউট হয়েছেন।

মোসাদ্দেক হোসেন ২ রান করে দ্বিতীয় শিকার হয়েছেন মোহর শেখের। আল-আমিন হোসেন ৯৭ রান করে সাব্বির রহমানের বলে আউট হয়ে ৩ রানের আক্ষেপে পুড়েছেন।

দিনের শেষ দিকে ৪৫ রান করা নুরুজ্জামান মোহরকে উইকেট বিলিয়ে দিলেও শামসুল ইসলাম ও তানভির ইসলামের ব্যাটে বেশ ভালো ভাবেই দিন পাড়ি দিয়েছে বরিশাল।