এনসিএল

সাদিকুরের ব্যাটে লড়ছে চট্টগ্রাম

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 19:38 মঙ্গলবার, 06 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের খেলায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রোপলিটনের বিপক্ষে লড়ছে চট্টগ্রাম বিভাগ।

দ্বিতীয় দিন শেষে ১৩২ রানে পিছিয়ে আছে তাঁরা, হাতে সাত উইকেট। অনেকটা প্রত্যাশানুযায়ী মঙ্গলবার সকালে তিনশ রান অতিক্রম করেছে মেট্রো। যদিও আগের দিনের সেঞ্চুরিয়ান মার্শাল আইয়ুব অবশ্য এদিনে একটি রানও করতে পারেননি।

আগের দিন ৩০ রানে অপরাজিত থাকা জাবিদ এদিনে ফিরেছেন আর এক রান যোগ করেই। তবে শরিফুল্লাহর ৪০ এবং আবু হায়দার রনির ১৭ রানের কল্যাণে ৩২৮ রানে অলআউট হয়েছে মেট্রো। 

চট্টগ্রামের হয়ে চারটি উইকেট নিয়েছেন নাঈম হাসান। তিনটি উইকেট নিয়েছেন সাখাওয়াত হোসেন। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে তিন উইকেটে ১৯৬ রান করেছে চট্টগ্রাম।

সেঞ্চুরি করে দিন শেষে অপরাজিত আছেন ওপেনার সাদিকুর রহমান (১০০*)। এছাড়া আরেক ওপেনার পিনাক ঘোষ করেছেন ৭৬ রান। চট্টগ্রাম উদ্বোধনী জুটিতেই তুলেছে ১৪৬ রান।

কিন্তু আবু হায়দারের বলে পিনাক ফিরে গেলে কাজী অনিকের দুর্দান্ত বোলিংয়ে একে একে ফিরে যান ইরফান শুক্কুর (৮) এবং তাসামুল হক (১)। সাদিকুরের সঙ্গী হিসেবে আছেন অধিনায়ক ইয়াসির আলী (৭*)।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-


টসঃ- ঢাকা মেট্রোপলিটন

ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ- ৩২৮ (১০৮.১ ওভার)

(মার্শাল ১১০, শরিফুল্লাহ ৪০; নাঈম ৪/৯৮, সাখাওয়াত ৩/১০৫)

চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ- ১৯৬/৩ (৬৪ ওভার)
(সাদিকুর ১০০*, পিনাক ৭৬; অনিক ২/৩৫)
দ্বিতীয় দিন শেষে ঢাকা মেট্রোর চেয়ে ১৩২ রানে পিছিয়ে আছে চট্টগ্রাম বিভাগ, হাতে সাত উইকেট।

ঢাকা মেট্রোপলিটনঃ- সাদমান ইসলাম, আজমির আহমেদ, শামসুর রহমান, মার্শাল আইয়ুব (অধিনায়ক), আসিফ আহমেদ, আসিফ হোসেন, জাবিদ হোসেন (উইকেটরক্ষক), শরিফুল্লাহ, কাজি অনিক, আবু হায়দার রনি।

চট্টগ্রাম বিভাগঃ- ইরফান শুক্কুর, সাদিকুর রহমান, ইয়াসির আলি (অধিনায়ক), তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), হাসান মাহমুদ, ইরফান হোসেন, নাঈম হাসান, পিনাক ঘোষ, সাজ্জাদুল হক, সাখাওয়াত হোসেন।