জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)

মজিদের সেঞ্চুরিতে লিডের পথে ঢাকা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:38 মঙ্গলবার, 06 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে সিলেটের করা ২৩৮ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে ঢাকা বিভাগ।

মূলত আব্দুল মজিদের ১০৪ রানের ইনিংসে লিডের পথে রয়েছে ঢাকা। ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে ব্যক্তিগত ১৯ রান করা ওপেনার রনি তালুকদারের উইকেট হারায় ঢাকা।

এরপর দ্রুতই সাইফ হাসান সাজঘরে ফিরেছেন। তৃতীয় উইকেটে রকিবুল হাসান ও আব্দুল মজিদ ১০১ রানের জুটি গড়ে ঢাকাকে পথ দেখান। ৪০ রান করে রকিবুল আউট হয়েছেন।

১০৪ রান করে মজিদ রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন। শুভাগত হোম ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি। তিনি ফিরেছেন ৩০ রান করে।

দিনের শেষ দিকে তাইবুর ও নাদিফ বেশ ভালো ভাবেই সিলেটের বোলারদের সামলেছেন। তাইবুর ১৫ ও নাদিফ ৭ রান করে অপরাজিত আছেন। 

সিলেটের বোলারদের মধ্যে ২ টি উইকেট নিয়েছেন এনামুল হক জুনিয়র। আর ১ টি করে উইকেট নিয়েছেন ইমরান আলী ও শাহানুর রহমান।

এদিকে, আগের দিনের ৬ উইকেট হারিয়ে ২২০ রান নিয়ে খেলতে নেমে সিলেট বিভাগ তাদের শেষ ৪ উইকেট হারিয়েছে মাত্র ১৮ রানে।

শাহাদাত হোসেন আর সাইফ হাসানের বোলিং তোপে তাদের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ২৩৮ রানে। দিনের শুরুতেই অপরাজিত ব্যাটসম্যান এনামুল হক জুনিয়রের উইকেট হারায় সিলেট।

এরপর, ইমরান আলী ফেরেন রানের খাতা খোলার আগেই। শেষ দিকে নাবিল সামাদ ২ ও এবাদত হোসেন ১ রান করে আউট হয়েছেন।

জাকির আলী শেষ পর্যন্ত ৫৫রান করে অপরাজিত থাকলেও কেউ তাকে সঙ্গ দিতে না পারায় সিলেটের ইনিংস আর লম্বা হয়নি।

ঢাকা বিভাগের হয়ে একাই ৪ উইকেট দখল করেছেন পেসার শাহাদাত হোসেন। ২ টি করে উইকেট নিয়েছেন মোশাররফ হোসেন, শুভাগত হোম ও সাইফ হাসান।