বিপিএল ৬

বিদেশে যাচ্ছে না বিপিএল- মল্লিক

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 10:57 মঙ্গলবার, 06 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় নির্বাচনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী আসরটি অন্য দেশে সরিয়ে নেয়া হতে পারে বলে একটি গুঞ্জন উঠেছিল ক্রিকেট পাড়ায়।

তবে এই সম্ভাবনার কথা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি জানিয়েছেন আগের সূচি অনুযায়ীই বিপিএলের ষষ্ঠ আসরটি অনুষ্ঠিত হবে দেশের মাটিতে। এই প্রসঙ্গে মল্লিক বলেন, 

'এই বছর টুর্নামেন্টটি দেশেই অনুষ্ঠিত হবে। সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে আলোচনা করার পর টুর্নামেন্টটি এদেশেই আয়োজন করার ব্যাপারে আত্মবিশ্বাসী আমরা। আমাদের তেমন বিকল্প পরিকল্পনা নেই। আমাদের বিকল্প ভেন্যু রয়েছে (দেশে)। তবে এটি বাংলাদেশেই অনুষ্ঠিত হবে।'

এরই মধ্যে টুর্নামেন্টের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সাথে সভা করা হয়েছে বলেও জানিয়েছেন মল্লিক, 'আমরা বেশ কয়েকটি সভা করেছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে। তাঁরা টুর্নামেন্ট চলাকালীন সময়ে পুরো নিরাপত্তা নিশ্চিত করবে,' বলেন তিনি।  

নিরাপত্তার স্বার্থে নির্বাচনের দিনটি সহ এর আগের এবং পরের দিন বিপিএলের খেলা স্থগিত রাখা হবে বলে উল্লেখ করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের এই সদস্য সচিব। মল্লিক জানিয়েছেন। 

'নির্বাচনের প্রভাব খুব একটা পড়বে না বিপিএলের খেলাগুলোতে। আমরা এর জন্য অনেক ভালভাবে প্রস্তুতি নিয়েছি। যদি নির্বাচন আমাদের বিপিএল সূচিতে প্রভাব ফেলে সেক্ষেত্রে আমরা নির্বাচনের দিনটি সহ এর আগের এবং পরের দিন বিপিএল স্থগিত রাখব।'  

উল্লেখ্য সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৫ই জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিপিএলের ষষ্ঠ আসর।