এনসিএল

টেল এন্ডারদের ব্যাটে স্বস্তি খুলনার

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 18:27 সোমবার, 05 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের খেলায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে প্রথম দিন আশানরুপ কাটেনি তারকায় ভরা দল খুলনা বিভাগের। দিন শেষে খুলনার সংগ্রহ আট উইকেটে ২১৭ রান।

এদিনে ব্যর্থ হয়েছেন খুলনার সব তারকা ব্যাটসম্যান। মেহেদী হাসান শুন্য রানে ফিরে যাওয়ার পরে নিয়মিত বিরতিতে ফিরে যান এনামুল হক বিজয় (১), সৌম্য সরকার (২৬) এবং তুষার ইমরান (১৯)।

তারপর থিতু হওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন আফিফ হোসেন ধ্রুব (২২)। দলীয় ১১৭ রানে ব্যক্তিগত ৩৬ রান করে ফিরে যান উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও।

এরপরে ৮৮ রানের দারুণ এক জুটি গড়েছেন জিয়াউর রহমান এবং মইনুল ইসলাম। জিয়াউর ৪০ রানে ফিরে গেলেও ৪৮ রানে অপরাজিত আছেন মইনুল। সঙ্গী আব্দুল হালিম আছেন ৩* রানে। 

রংপুরের হয়ে তিন উইকেট নিয়েছেন রবিউল হক। দুটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক সাজেদুল ইসলাম ও তানবির হায়দার। আলোক সল্পতার কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন কর্তব্যরত দুই আম্পায়ার।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- রংপুর বিভাগ
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ২১৭/৮ (৭৪ ওভার)
(মইনুল ৪৮*, জিয়াউর ৪০, সোহান ৩৬; রবিউল ৩/৫৪, তানবির ২/৩)

খুলনা বিভাগঃ- মেহেদী হাসান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তুষার ইমরান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, মইনুল ইসলাম, আব্দুল হালিম, আল আমিন হোসেন, আব্দুর রাজ্জাক (অধিনায়ক)।

রংপুর বিভাগঃ- সাজেদুল ইসলাম (অধিনায়ক), নাঈম ইসলাম, সোহরাওয়ার্দি শুভ, তানবির হায়দার, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মাহমুদুল ইসলাম, মেহেদী মারুফ, রাকিন আহমেদ, রবিউল হক, সঞ্জিত সাহা, শুভাশিস রয়।