এনসিএল

বোলারদের দাপটের ম্যাচে হেসেছে জুনায়েদের ব্যাট

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 17:51 সোমবার, 05 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের খেলায় বরিশাল বিভাগের বিপক্ষে ২৭ রানের লিড পেয়েছে রাজশাহী বিভাগ। মোহর শেখের দুর্দান্ত বোলিংয়ে রাজশাহীর সূচনা ছিল দারুণ।

প্রথম ইনিংসে বরিশালকে মাত্র ৯৭ রানে অলআউট করেছে তাঁরা। টসে জিতে ফিল্ডিং বেঁছে নেওয়া রাজশাহী শুরু থেকেই দাপট দেখায় শফিকুল ইসলামের বোলিংয়ে। ১৬ রানেই বরিশালের তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের পথ দেখান শফিকুল। 

এরপরে আল আমিন ও মোসাদ্দেক হোসেন প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা আর হয়নি। বরিশালের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৫ রান করেছেন আল আমিন। এছাড়া মোসাদ্দেক হোসেন করেছেন ২২ রান। 

১৭ রান আসে তানভির ইসলামের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউ। শুরুর তিন উইকেট যাওয়ার পরে বোলিং নিয়ন্ত্রণ নিয়ে নেন মোহর শেখ এবং ফরহাদ রেজা। রাজশাহীর হয়ে তিনটি উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম। দুটি উইকেট নিয়েছে ফরহাদ রেজা। মোহর শেখ নিয়েছেন পাঁচটি উইকেট।    

জবাবে ব্যাট করতে নেমে সুবিধাজনক অবস্থানে নেই রাজশাহীও। ৪৬ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে তাঁরা। দুই ওপেনার সাব্বির হোসেন এবং মিজানুর রহমান করেছেন যথাক্রমে ১১ ও শুন্য রান।

তিন রান করে বিদায় নিয়েছেন ফরহাদ হোসেন। ২৫ রান করেন অধিনায়ক জহুরুল ইসলাম। এছাড়া সানজামুল ইসলাম পাঁচ রানে এবং সাব্বির রহমান শুন্য রানে ফেরত গিয়েছেন। দিনশেষে রাজশাহীর সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ১২৪ রান।

কেবল একপাশ আগলে রেখেছেন জুনায়েদ সিদ্দিকি। ১১ টি চারে ৭২ রান করে প্রথম দিন শেষে উইকেটে আছেন তিনি। সঙ্গী ফরহাদ রেজা আছেন ৪* রানে। বরিশালের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি এবং মনির হোসেন।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- রাজশাহী বিভাগ
বরিশাল বিভাগ প্রথম ইনিংসঃ- ৯৭ (৩৮.২ ওভার)
(আল আমিন ২৫, মোসাদ্দেক ২২; মোহর ৫/২৪, শফিকুল ৩/২০)
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ- ১২৪/৬ (৪৪ ওভার)
(জুনায়েদ ৭২*, জহুরুল ২৫; মনির ২/৮, রাব্বি ২/৪৬)

রাজশাহী বিভাগঃ- জহুরুল ইসলাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ রেজা, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, মোহর শেখ, মুক্তার আলি, সাব্বির রহমান, সাব্বির হোসেন, শফিকুল ইসলাম, সানজামুল ইসলাম।

বরিশাল বিভাগঃ- শাহরিয়ার নাফিস, সালমান হোসেন, ফাজলে মাহমুদ রাব্বি, আল আমিন, মোসাদ্দেক হোসেন, নুরুজ্জামান, শামসুল ইসলাম (উইকেটরক্ষক), সোহাগ গাজি, কামরুল ইসলাম রাব্বি (অধিনায়ক), মনির হোসেন, তানভির ইসলাম।