এনসিএল

মেট্রোর ত্রাণকর্তা মার্শাল আইয়ুব

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 17:18 সোমবার, 05 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের খেলায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে অধিনায়ক মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে দারুণ অবস্থানে আছে ঢাকা মেট্রোপলিটন। 

টসে জিতে এদিনে ব্যাটিং বেঁছে নিয়েছে ঢাকা মেট্রো। দলের হয়ে ৩৫ রান করেছেন ওপেনার আজমির আহমেদ। ২৭ রান করে নাঈম হাসানের বলে ফিরে গিয়েছেন সাদমান ইসলাম। শামসুর রহমান ২৯ রান করেছেন। 

এছাড়া মোহাম্মদ আশরাফুল ফিরেছেন মাত্র নয় রান করে। একইসাথে একটানা ছয় ইনিংসে ব্যর্থ হলেন আশরাফুল। সোমবারের ম্যাচ সহ শেষ পাঁচ ইনিংসে তাঁর রান ২৩, ১৪, ১৪, ১৪, ৩৪ এবং ৯ রান। 

মেট্রোর হয়ে এরপরে হাল ধরেন অধিনায়ক মার্শাল আইয়ুব। আসিফ আহমেদ ১৭ রান করে ফিরে গেলেও উইকেটরক্ষক জাবিদ হাসানের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটি গড়েন তিনি।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৭তম সেঞ্চুরি হাঁকানোর দিনে দশটি চার ও দুটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। দিনশেষে ১১০ রানে অপরাজিত আছেন তিনি। সঙ্গী জাবিদ আছেন ৩০* রানে। 

মেট্রো করেছে পাঁচ উইকেট হারিয়ে ২৬৫ রান। চট্টগ্রাম বিভাগের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাঈম হাসান এবং সাখাওয়াত হোসেন।   

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- ঢাকা মেট্রোপলিটন
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ- ২৬৫/৫ (৯০ ওভার)
(মার্শাল ১১০*, আজমির ৩৫; সাখাওয়াত ২/৭৬, নাঈম ২/৯৪)

ঢাকা মেট্রোপলিটনঃ- সাদমান ইসলাম, আজমির আহমেদ, শামসুর রহমান, মার্শাল আইয়ুব (অধিনায়ক), আসিফ আহমেদ, আসিফ হোসেন, জাবিদ হোসেন (উইকেটরক্ষক), শরিফুল্লাহ, কাজি অনিক, আবু হায়দার রনি।

চট্টগ্রাম বিভাগঃ- ইরফান শুক্কুর, সাদিকুর রহমান, ইয়াসির আলি (অধিনায়ক), তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), হাসান মাহমুদ, ইরফান হোসেন, নাঈম হাসান, পিনাক ঘোষ, সাজ্জাদুল হক, সাখাওয়াত হোসেন।