বিপিএল৬

বিপিএলে গতির ঝড় তোলার অপেক্ষায় থমাস

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:08 শনিবার, 03 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) আগামী আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন ক্যারিবিয়ান পেসার ওশান থমাস। এরই মধ্যে বল হাতে গতির ঝড় তুলে আন্তর্জাতিক অঙ্গনে নিজের আগমন জানান দিচ্ছেন।

ভারতের বিপক্ষে গুয়াহাটিতে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয় এই পেসারের। নিজের প্রথম ওভারেই গতির ঝড় তোলেন তিনি। প্রথম তিনটি বলই ঘন্টায় ১৪৭ কিলোমিটার বেগে করেন।

চতুর্থ বলটি ১৪০ ও পঞ্চম বলটি করেন ১৪৯ গতিবেগে। আর শেষ বলটির গতিবেগ ছিল ১৪৭। এই বলটতেই শিখর ধাওয়ান বোল্ড আউট হয়েছিলেন। দারুণ প্রতিভার সাক্ষর রেখেই আন্তর্জাতিক ক্রিকেটে পা দিয়েছেন এই পেসার।

২০১৬ সালে একটি প্রস্তুতি ম্যাচে ঘন্টায় ১৫০ কিলোমিটার বেগে বল করে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের নজর কেড়েছিলেন তিনি। এরপরই গেইলের দল জ্যামাইকা তালাহওয়াশের হয়ে সিপিএলে খেলার সুযোগ পান।

সেবার বড় আলোড়ন ফেলতে না পারলেও ২০১৮ সালে সবার নজরে আসেন এই পেসার। সিপিএলে ১০ ম্যাচ খেলে নেন ১৮ উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ফাওয়াদ আহমেদের চেয়ে ৪ উইকেটে পিছিয়ে ছিলেন তিনি।

জ্যামাইকার এই পেসার ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। মূলত এই পারফর্মেন্সই তার জাতীয় দলের দরজা খুলে দিয়েছে। এবার বিপিএলে গতির ঝড় তোলার অপেক্ষায় আছেন ক্যারিবিয়ান এই সেনসেশন।