আইপিএল প্রসঙ্গ

আইপিএলে খেলা স্বপ্ন, তবে সবার আগে দেশ- হেটমায়ার

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 12:49 শনিবার, 03 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মতো জনপ্রিয় একটি টুর্নামেন্টে খেলতে বিশ্বের অনেক তরুণ ক্রিকেটারই মুখিয়ে থাকেন। ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটসম্যান শিমরন হেটমায়ারও এর ব্যতিক্রম নন।

তবে আইপিএলের খেলার স্বপ্ন লালন করলেও সবার আগে দেশকে প্রাধান্য দেয়ার পক্ষে ২১ বছর বয়সী হেটমায়ার। ভারতের বিপক্ষে সম্প্রতি ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করা এই টপ অর্ডার ব্যাটসম্যান জানিয়েছেন দেশের হয়ে সেরাটা দেয়াটাই এখন তাঁর লক্ষ্য। তিনি বলেন,

'আইপিএলে খেলার আমার একটি স্বপ্ন। তবে বর্তমানে আমার ফোকাস হল ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করা এবং যতটা সম্ভব আমার সেরাটা দেয়া।' 

হেটমায়ারের মতে দেশের হয়ে খেলতে পারাটাই একজন ক্রিকেটারের সর্বোচ্চ পর্যায়ের লক্ষ্য হওয়া উচিৎ। এই কারণে আইপিএলের থেকেও বেশি প্রাধান্য দেয়া উচিৎ দেশকেই বলে বিশ্বাস করেন তিনি। ক্যারিবিয়ান এই তরুণের ভাষায়,   

'প্রতিটি তরুণ ক্রিকেটারেরই স্বপ্ন থাকে আইপিএলে খেলার। তবে সবার আগে ওয়েস্ট ইন্ডিজকে প্রাধান্য দেয়া উচিৎ। কারণ একজন ক্রিকেটারের সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট হল দেশের হয়ে খেলতে পারা।'

উল্লেখ্য ভারতের বিপক্ষে কিছুদিন আগে শেষ হওয়া পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন শিমরন হেটমায়ার। সিরিজের শেষ দুই ম্যাচে খেলেছেন যথাক্রমে ৯৪ এবং ১০৬ রানের দুর্দান্ত দুটি ইনিংস। 

বর্তমানে দলের অপরিহার্য একজন সদস্য হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন হেটমায়ার। এখন পর্যন্ত ১৭টি ওয়ানডেতে ৪৩.৪১ গড়ে ৭৩৮ রান সংগ্রহ করেছেন এই ক্যারিবিয়ান। যেখানে ভারতের বিপক্ষে সেঞ্চুরিটি ছাড়া আরও দুটি সেঞ্চুরি রয়েছে তাঁর। আর অর্ধশতক রয়েছে ২টি।