আইপিএল

নতুন কোচ পেল পাঞ্জাব

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:10 সোমবার, 29 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএল ফ্রেঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের নতুন কোচ নিযুক্ত হয়েছেন মাইক হ্যাসন। দলটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন সাবেক কিউই কোচ।

সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হজ দায়িত্ব ছাড়ার কিছুদিন পরেই হ্যাসনের সঙ্গে চুক্তি সেরেছে পাঞ্জাব। চলতি জুনেই কিউই দলের দায়িত্ব ছেড়েছেন হ্যাসন। তাঁর কোচিংয়ে বেশ কিছু সাফল্যের ছোঁয়া পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। 

গত বিশ্বকাপের ফাইনাল খেলা ছাড়াও দেশে এবং দেশের বাইরে উল্লেখযোগ্য কিছু সাফল্য এনে দেন হ্যাসন। এছাড়াও তাঁর অধীনে থাকা কিউই দলটি সাদা পোশাকে নতুন রুপ ধারণ করে। 

হ্যাসন যে আইপিএলের কোন ফ্রেঞ্চাইজির কোচ হবেন এই ব্যাপারে অবশ্য আগে থেকেই গুঞ্জন চলছিল নিউজিল্যান্ডের মিডিয়ায়। এবার তাই সত্যি হল। 

এখন দেখার বিষয় পাঞ্জাবের মেন্টর বিরেন্দ্রর শেহওয়াগ দায়িত্ব ছেড়ে দেন কিনা! কেননা আগের কোচের সঙ্গে বেশ সখ্যতা ছিল সাবেক ভারতীয় ওপেনারের। নতুন কোচের অধীনে কাজ নাও চালিয়ে যেতে পারেন তিনি; এমনটাই ভারতীয় মিডিয়ার গুঞ্জন। 

এদিকে হ্যাসনের আগেও দুইজন কিউই আইপিএলের কোচ হয়েছিল। এদের একজন স্টিফেন ফ্লেমিং (চেন্নাইয়ের বর্তমান কোচ) এবং ড্যানিয়েল ভেট্টরি (ব্যাঙ্গালুরুর সাবেক কোচ)।