বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

কোহলি-রোহিতের জোড়া সেঞ্চুরিতে সহজ জয় ভারতের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:07 রবিবার, 21 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

টেস্ট সিরিজে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এবার ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেও দাপুটে জয় তুলে নিয়েছেন কোহলিরা। তাঁরা ক্যারিবিয়ানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে।

উইন্ডিজের দেয়া ৩২৩ রানের বড় লক্ষ্য ৪৭ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ভারত। মূলত রোহিত শর্মার অপরাজিত ১৫২ ও অধিনায়ক কোহলির ১৪০ রানের ইনিংসে সহজ জয় পেয়েছে ভারত।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। তারা দলীয় ১০ রানেই ওপেনার শিখর ধাওয়ানের উইকেট হারায়। তিনি মাত্র ৪ রান করে থমাসের শিকার হন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ক্যারিবিয়ান বোলারদের তুলোধোনা করেন কোহলি ও রোহিত।

এই দুজনে যোগ করেন ২৪৬ রান। কোহলি ব্যক্তিগত ১৪০ রানে দেবেন্দ্র বিশুর বলে উইকেটের পেছনে শাই হোপের হাতে ক্যাচ দেন। ওয়ানডেতে এটি কোহলির ৩৬তম সেঞ্চুরি। আর রান তাড়া করতে নেমে ২২তম। অধিনায়ক হিসেবে ১৪তম।

অধিনায়কের ফেরার পর বাকি সময়টা দেখে শুনে পাড়ি দিয়েছেন রোহিত ও রাইডু। রোহিত ১৫২ ও রাইডু ২২ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে উইন্ডিজ।

এরপর হেটমিয়ার যখন ব্যাটিংয়ে নামেন তখন ক্যারিবিয়ানদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮৬ রান। হেমরাজ ৯, হোপ ৩২ ও মারলন স্যামুয়েলস শূন্য রানে ফিরে গেছেন। শীর্ষ ৩ ব্যাটসম্যানকে হারিয়ে নিশ্চিতভাবেই তখন চাপে ওয়েস্ট ইন্ডিজ।

সেই চাপের মুখে দাঁড়িয়েই ২১ বছর বয়সী খেললেন ৭৮ বলে ১০৬ রানের এক বিস্ফোরক ইনিংস। যেটা তার ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তিনি।

ভারতীয় বোলারদের উপর চড়াও হয়ে ৬টি করে চার-ছক্কা মেরেছেন তিনি। এছাড়া ওপেনার কিরণ পাওয়েল ৩৯ বলে ৫১, অধিনায়ক জেসন হোল্ডার ৪২ বলে ৩৮ রান করেন।

শেষ দিকে দেবেন্দ্র বিশু ২৬ বলে অপরাজিত ২২ ও কেমার রোচ ২২ বলে করেছেন অপরাজিত ২৬। মূলত হেটমিয়ারের বিস্ফোরক ইনিংসের সুবাদেই নির্ধারিত ৫০ ওভারে ৩২২ রানের বড় পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ।