বাংলাদেশ ক্রিকেট

ব্রেক-থ্রুর খোঁজে বাংলাদেশ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 21:07 রবিবার, 21 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

বাংলাদেশঃ

২৭১/৮ (৫০ ওভার) ইমরুল ১৪৪, সাইফুদ্দিন ৫০ 

কাইল জারভিস ৪/৩৭

জিম্বাবুয়েঃ ১৪৪/৫ ৩৫ ওভার 

মুর ২৬, উইলিয়ামস ১৭

হোম অফ ক্রিকেট মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ইমরুল কায়েসের ১৪৪ রানের উপর ভর করে জিম্বাবুয়েকে ২৭২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ছুঁড়ে দেয়া লক্ষ্যে ব্যাট করছে সফরকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোর ৫ উইকেটে ১৪৪ রান।

মিরাজের প্রথমঃ

দলীয় ১০০ রানে জিম্বাবুয়ের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আরভাইন উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। তাঁর বিদায়ে সফরকারীদের টপ অর্ডার এখন সাজঘরে। তাঁর ব্যাট থেকে আসে ২৪ রান।  

অপুর দ্বিতীয়ঃ 

উইকেটে হাল ধরে খেলার চেষ্টায় থাকা সিকান্দার রাজাকে ফের ঘূর্ণিতে পরাস্ত করে সাজঘরে পাঠান অপু। ৭ রান করে অপুর দ্বিতীয় শিকার হয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। 

রান আউটের ফাঁদে মাসাকাদজাঃ 

২ উইকেট হারিয়ে বসা জিম্বাবুয়েকে উদ্ধার না করে উল্টো রান আউটের ফাঁদে পড়ে বিদায় নিতে হয়েছে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে। ব্যক্তিগত ২১ রানে ২ রান নিতে গিয়ে বাউন্ডারি লাইন থেকে ইম্রুল কায়েসের দুর্দান্ত এক থ্রো'তে বিদায় নেন তিনি।   

অপুর আঘাতঃ

জুহাইয়ো'র বিদায়ে দলকে বিপদ মুক্ত করতে মাসাকাদজার সঙ্গে নেমেছিলেন ব্রেন্ডন টেইলর। কিন্তু দলীয় ৫৯ রানে নাজমুল ইসমাল অপুর দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে বিদায় নেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৫ রান আসে তাঁর ব্যাট থেকে।

মুস্তাফিজের ব্রেক থ্রুঃ

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল জিম্বাবুয়ে। মাশরাফি এবং মিরাজের বিপক্ষে হাত খুলে খেলে দলকে ৭ ওভারে ৪৮ রান এনে দেন ওপেনার জুহাইয়ো। তাকে সঙ্গ দেন অধিনায়ক মাসাকাদজা। কিন্তু ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই জুহাইয়ো'র স্ট্যাম্প ভেঙ্গে দেন মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ

লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ-

হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চিপাস ঝুয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।