বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

সাইফউদ্দিনে সমাধান খুঁজে পেল বাংলাদেশ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:46 রবিবার, 21 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

সাত নম্বর পজিশনে ব্যাট করতে নেমে অর্ধশতক হাঁকিয়ে দলকে বড় স্কোর গড়তে সাহায্য করেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিন। তাঁর ৫০ রানের উপর ভর করে ২৭১ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ।

১৩৯ রানে ৬ উইকেট হারানোর পর ইমরুল কায়েসকে শুধু সঙ্গই দেন নি সাইফউদ্দিন। তাকে চাপমুক্ত করে দলকে বড় স্কোর গড়ার ভিতও গড়ে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ইমরুলকে সঙ্গে নিয়ে ১২৭ রানের জুটি গড়েছেন সাইফ। দুইজন মিলে সপ্তম উইকেট জুটিতে গড়েছেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ জুটি। শেষ পর্যন্ত সাইফউদ্দিন ফিরেছেন ব্যক্তিগত ৫০ রানে।

৬৯ বলে ৩ বাউন্ডারির সাহায্যে ইনিংসটি সাজান তিনি। আর তাঁর সঙ্গী ইমরুল কায়েস হাঁকিয়েছেন শতক। সাজঘরে ফিরেছেন ব্যক্তিগত ১৪৪ রানে। 

এদিকে অর্ধশতক হাঁকানো সাইফউদ্দিনের এই ইনিংসে স্বস্তি পেতেই পারেন কোচ স্টিভ রোডস এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কারণ সাত নম্বর পজিশনে অনেকধীন ধরেই একজন যোগ্য ব্যাটসম্যানকে খুঁজছিল বাংলাদেশ।

আর এই ইনিংস দিয়েই হয়তো ৭ নম্বর পজিশনটি নিজের করে নিলেন এই পেসার। সঙ্গে বড় এক সমস্যা থেকে বাংলাদেশ দলকেও উদ্ধার করলেন সাইফউদ্দিন।