আইপিএল

মুস্তাফিজকে ছেড়ে দিচ্ছে মুম্বাই?

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:28 শুক্রবার, 19 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিচ্ছে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স। ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। মুস্তাফিজের সঙ্গে লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়াকেও ধরে রাখতে চাইছে না মুম্বাই।

মূলত প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে কিনতে মুস্তাফিজ ও আকিলাকে ছেড়ে দিচ্ছে দলটি। আইপিএলের সর্বশেষ আসরে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন ডি কক।

তাঁকে, ২০১৮ সালের নিলাম থেকে ২.৮ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল বেঙ্গালুরু। ২০১৯ সালের আসরে তাঁকে দলে রাখতে চাইছে না দলটি। তবে তাঁকে দলে নিতে হলে মুম্বাইকে গুনতে হবে মোট ২.৮ কোটি। 

এই কারণে ২.২ কোটি রুপিতে কেনা মুস্তাফিজ ও ৫০ লাখ রুপির আকিলাকে ছেড়ে দিচ্ছে মুম্বাই। আইপিএলের গত আসরে আটটি ম্যাচ খেলেছেন ডি কক। ব্যাট হাতে করেছেন ২০১ রান।

আইপিএলের আগামী আসরের রিটেনশন লিস্ট জমা দেয়ার শেষ সময় আগামী ১৫ই নভেম্বর। তাই দল সাজাতে উঠে পড়ে লেগেছে আইপিএলের দলগুলো। তাছাড়া নিলাম অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি। এর মধ্যে দলগুলো তাদের খেলোয়াড়দের বেচাকেনা করতে পারবে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন কদিন আগেই জানিয়েছিলেন মুস্তাফিজকে আগামী ২ বছর কোনো বিদেশী লিগে খেলতে দেয়া হবেনা।

মূলত তার ইনজুরি প্রবণতার কারণে বিদেশী লিগে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বিসিবি সভাপতি। আইপিএল থেকে পাওয়া চোটের কারণে চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি মুস্তাফিজ। এই কথা ভেবেই হয়ত মুস্তাফিজকে রিটেইন করছে না দলটি।