বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

পারফর্মেন্সের ধারাবাহিকতায় জাতীয় দলের দরজা খুলবে তরুণদের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:50 শুক্রবার, 19 অক্টোবর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার দারুণ চমক দেখিয়েছেন। তাদের পারফর্মেন্সে দারুণ খুশি বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ম্যাচটি সামনে থেকেই পর্যবেক্ষণ করেছেন নান্নু। দলের তরুণ ক্রিকেটাররা যদি এভাবে পারফর্মেন্স করতে থাকে তবে সবার জন্য জাতীয় দলের দরজা খুলে যাবে বলে জানিয়েছেন তিনি।

"সাইফুদ্দিন আমাদের ওয়ানডে স্কোয়াডে আছে। সাইফুদ্দিন যথেষ্ট ভাল বল করেছে। ওভাল অল পুরো দল যথেষ্ট ভাল করেছে। সবার পারফর্মেন্স ও টিম এফোর্ড এক্সিলেন্ট। আমাদের ইয়াংস্টাররা যদি এভাবে কন্টিনিউস প্রগ্রেসের মধ্যে থাকে, তাহলে সবার জন্যই প্ল্যাটফর্ম ওপেন হয়ে যাবে।"

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন সাইফুদ্দিন। মূলত এই অলরাউন্ডারকে পরীক্ষার জন্যই প্রস্তুতি ম্যাচে নামিয়ে দেয়া হয়েছিল। এই যাত্রায় সফল তিনি। প্রস্তুতি ম্যাচে তিনি শিকার করেছেন ৩ টি উইকেট।

তাছাড়া, ওয়ানডে দল থেকে বাদ পড়া ওপেনার সৌম্য সরকার অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ম্যাচে। খেলেছেন ১০২ রানের ইনিংস। আর তাতেই ম্যাচের সব নজর নিজের করে নিয়েছেন তিনি।

তবে বল হাতে মূল কাজটা করেছেন বিসিবির এইচপি দলের পেসার এবাদত হোসেন। তার দাপুটে বোলিংয়ই জিম্বাবুয়ে গুটিয়ে যায় মাত্র ১৭৮ রানে। এবাদত দখল করেন ৫ টি উইকেট। আর বিসিবি একাদশ জয় পায় ৮ উইকেটের বড় ব্যবধানে।