জাতীয় ক্রিকেট লীগ

সেরা রান সংগ্রাহকের তালিকায় সৌম্যর বাজিমাত

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 13:07 শুক্রবার, 19 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে বৃহস্পতিবার (১৮ই অক্টোবর)। আর এই রাউন্ডের খেলা শেষে সেরা রান সংগ্রাহকের তালিকার চতুর্থতে উঠে এসেছেন খুলনা বিভাগের হয়ে খেলা সৌম্য সরকার।

রাজশাহীর বিপক্ষে প্রথম রাউন্ডে শতক হাঁকানোর পর তৃতীয় রাউন্ডে রংপুরের বিপক্ষে গত ম্যাচেই দুই ইনিংসে ৭০ ঊর্ধ্ব ইনিংস খেলেন জাতীয় দলের এই ওপেনার। বর্তমানে ৩ ম্যাচে ৭৪ গড়ে ২৯৬ রান সংগ্রহ তাঁর। 

তবে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন ঢাকা মেট্রোর বাঁহাতি ব্যাটসম্যান সাদমান ইসলাম। এখন পর্যন্ত ৩টি ম্যাচে ১১১ গড়ে মোট ৪৪৪ রান সংগ্রহ করেছেন সাদমান। যেখানে হাঁকিয়েছেন ২টি শতক এবং ১টি অর্ধশতক। তাঁর সেরা ইনিংসটি ছিল ঢাকা বিভাগের বিপক্ষে। এনসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ১৮৯ রানের ইনিংসটি খেলেছিলেন তিনি। তাঁর শতক সংখ্যা ২টি। 

সাদমানের পর দ্বিতীয় স্থানে আছেন খুলনার তুষার ইমরান। তবে যেভাবে রান করছেন তিনি তাতে খুব দ্রুতই হয়ত শীর্ষে উঠে আসবেন ঘরোয়া ক্রিকেটে ১১ হাজারি রানের ক্লাবে পা রাখা এই ব্যাটসম্যান বর্তমানে ৩টি ম্যাচে ৮১.৮০ গড়ে ৪০৯ রান সংগ্রহ করেছেন তুষার। রংপুর বিভাগের বিপক্ষে গত ম্যাচেও পেয়েছিলেন শতকের দেখা। এই নিয়ে টুর্নামেন্টে এটি ছিল তাঁর তৃতীয় শতক। প্রথম রাউন্ডে রাজশাহীর বিপক্ষে খেলা ১৫৯ রানের ইনিংসটি তুষারের সেরা।  

তালিকার তৃতীয় স্থানে আছেন ঢাকার রনি তালুকদার। ২ ম্যাচে ১০৭ গড়ে ৩২১ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তাঁর শতক এবং অর্ধশতক রয়েছে ১টি করে। প্রথম রাউন্ডে চিটাগাংয়ের বিপক্ষে অপরাজিত ২২৮ রানের ইনিংসটি ছিল তাঁর সেরা।  

দেখে নিন তৃতীয় রাউন্ড শেষে এনসিএলের সেরা রান সংগ্রাহকের তালিকাটি-- 

ব্যাটসম্যান দল  ম্যাচ  ইনিংস  রান সংখ্যা গড় সেরা শতক সংখ্যা অর্ধশতক সংখ্যা 
সাদমান ইসলাম ঢাকা মেট্রো  ৪৪৪ ১১১.০০ ১৮৯
তুষার ইমরান  খুলনা বিভাগ  ৪০৯ ৮১.৮০ ১৫৯ -----
রনি তালুকদার ঢাকা বিভাগ  ৩২১ ১০৭.০০ ২২৮*
সৌম্য সরকার  খুলনা বিভাগ  ২৯৬ ৭৪.০০ ১০৩*
মিজানুর রহমান  রাজশাহী বিভাগ  ২৮৬ ৯৫.৩৩ ১৬৫ -----
নাইম ইসলাম  রংপুর  বিভাগ  ২৮২ ৯৪.০০ ১০০*
জাহিদ জাবেদ  রংপুর বিভাগ  ২৪০ ৪৮.০০ ৬৪* -----
আরিফুল হক  রংপুর বিভাগ    ২৩৬ ১১৮.০০ ২৩১ -----
জিয়াউর রহমান  খুলনা বিভাগ  ২৩৩ ৪৬.৬০ ১১২
জহুরুল ইসলাম  রাজশাহী  বিভাগ  ২২৩ ১১১.৫০ ১৬৩*