বাংলাদেশ যুব দলের শ্রীলঙ্কা সফর

হৃদয়-রকিবুলের দাপুটে বোলিংয়ে টাইগার যুবাদের লিড

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:54 বৃহস্পতিবার, 18 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের করা ৩০৯ রানের জবাবে শ্রীলঙ্কা যুব দল ২৮৮ রানে অল আউট হয়েছে। মূলত রকিবুল হাসান ও যুব দলের অধিনায়ক তৌহিদ হৃদয়ের দুর্দান্ত বোলিংয়ের গুটিয়ে গেছে লঙ্কানরা।

তৃতীয় দিনের শুরুতে নিপুন ধনঞ্জয়াকে (১১) লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন হৃদয়। এরপর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান নাভোদ পার্নাভিতানার (৩৯) উইকেট তুলে নেন টাইগার দলপতি।

এরপরই শুরু হয় লঙ্কান ব্যাটসম্যানদের আসা যাওয়া। অবশ্য মিডেল অর্ডারে বাংলাদেশী বোলারদের একপ্রান্ত আগলে রেখে শাসন করেছেন সোনাল দিনুশা। তিনি ব্যক্তিগত শতক তুলে নিয়ে রকিবুল হাসানের শিকার হয়ে আউট হয়েছেন।

এরপর আর কেউ দাঁড়াতে না পারলে লঙ্কানদের ইনিংস থামে ২৮৮ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পায় ২১ রানের। বাংলাদেশ যুব দলের হয়ে তৌহিদ হৃদয় ও রকিবুল হাসান নিয়েছেন ৩ টি করে উইকেট।

২ টি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও শাহীন আলম। লিড পেয়ে অবশ্য নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের শুরুটা ভালো হয়নি। তারা দলীয় ৭ রানেই ওপেনার তানজিদ হাসানের উইকেট হারিয়েছে।

এই টাইগার ব্যাটসম্যান ৬ রান করে অ্যাশেন ড্যানিয়েলের শিকার হয়েছেন। বাকি সময়টা দেখে শুনে পাড়ি দিয়েছেন প্রান্তিক নওরোজ ও মাহমুদুল হাসান। তৃতীয় দিন শেষে বাংলাদেশ যুব দলের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৮ রান।