পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

টি-টুয়েন্টি দলেও জায়গা হারালেন আমির

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:22 বৃহস্পতিবার, 18 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পাকিস্তান দলে ছিলেন না পেসার মোহাম্মদ আমির। এবার টি-টুয়েন্টি দলেও জায়গা হয়নি তার। তাকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা।

দলে ফিরেছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। আমিরের বাদ পড়ার মূল কারণ বাজে ফর্ম। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন এই পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি মাত্র ৩ টি উইকেট পেয়েছেন।

তাছাড়া, ওয়ানডে ফরম্যাটের শেষ পাঁচ  ম্যাচে উইকেটের দেখাই পাননি আমির। ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন ওয়াকাস মাকসুদ। পাকিস্তান ‘এ’ দলের হয়ে তার দারুণ পারফর্মেন্স নির্বাচকদের নজর কেড়েছে।

সবশেষ জিম্বাবুয়েতে খেলা ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নওয়াজ ও হারিস সোহেল। তাছাড়া, ইমাদ ওয়াসিমের সঙ্গে দলে ফিরেছেন বাবর আজম। মূলত টেস্ট সিরিজের পারফর্মেন্স দলে জায়গা করে দিয়েছে বাবর আজমকে।

এদিকে, ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হওয়া শাহিবজাদা ফারহান টিকে গেছেন দলে। ফখর জামান ও মোহাম্মদ হাফিজের সাথে ওপেনিংয়ের যুদ্ধতে তিনিও নামবেন। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের প্রথম টি-টুয়েন্টি আগামী বুধবার আবু ধাবিতে।

টি-টোয়েন্টির পাকিস্তান দলঃ ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শাহিবজাদা ফারহান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলি, হুসাইন তালাত, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ওয়াকাস মাকসুদ, ফাহিম আশরাফ।