এনসিএল ২০১৮

বরিশালে এক দিনে ২০ উইকেটের পতন!

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 20:11 বুধবার, 17 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ মাঠ নেমেছিল কামরুল ইসলাম রাব্বির বরিশাল এবং জহুরুল ইসলামের রাজশাহী বিভাগ।বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে  ব্যাটিং করতে নেমে রাজশাহীর বোলারদের তোপে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় বরিশাল। 

৩০ রানে ৪ উইকেট শিকার করে বরিশালকে অলআউটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অলরাউন্ডার ফরহাদ রেজা। এছাড়াও মুক্তার আলি এবং তাইজুল ইসলাম উভয়েই ২টি করে উইকেট তুলে নেন। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান এসেছে নুরুজ্জামানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন আল-আমিন।  

জবাবে ব্যাটিং করতে নেমে অবশ্য সুবিধাজনক অবস্থানে নেই রাজশাহীও। কেননা ৯ উইকেটে ১২৫ রান নিয়ে আজকের খেলা শেষ করেছে তারা। ফলে একদিনেই সর্বমোট ২০টি উইকেটের পতন হল। আগামীকাল মাত্র এক উইকেট হাতে নিয়ে বরিশালের চেয়ে ৮ রান পিছিয়ে থেকে মাঠে নামবে রাজশাহী। ক্রিজে অপরাজিত ৩৫ এবং ৫ রান নিয়ে অপরাজিত আছেন যথাক্রমে মুক্তার আলি ও আব্দুল গাফফার।

এদিন রাজশাহীর ব্যাটিং লাইন আপে ধ্বস নামানোর পেছনে কৃতিত্ব ছিল বরিশালের প্রায় সকল বোলারেরই। তবে ১৯ রান খরচায় ৩ উইকেট শিকার করে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন স্পিনার সোহাগ গাজি। অপরদিকে ২টি করে উইকেট তুলে নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি, তানভির ইসলাম এবং মনির হোসেন। 

রাজশাহীর পক্ষে মুক্তারের সর্বোচ্চ ৩৫ রানের ইনিংসটি ছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান। এছাড়াও সানজামুল ইসলাম ১৪ এবং ফরহাদ রেজা ১১ রান করেন। 

উল্লেখ্য এই ম্যাচের প্রথম দুই দিন বৃষ্টি হানা দেয়ায় একটি বলও মাঠে গড়ায়নি। 

রাজশাহী বিভাগ একাদশ- 

মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন, জহুরুল ইসলাম (অধিনায়ক), সাব্বির রহমান, হামিদুল ইসলাম (উইকেটরক্ষক), ফরহাদ রেজা, সানজামুল ইসলাম, মুক্তার আলি, তাইজুল ইসলাম, আব্দুল গাফফার। 

বরিশাল বিভাগ একাদশ- 

শাহরিয়ার নাফিস, রাফসান আল-মাহমুদ, সালমান হোসেন, আল-আমিন, মোসাদ্দেক হোসেন, সোহাগ গাজি, নুরুজ্জামান, শামসুল ইসলাম, মনির হোসেন (উইকেটরক্ষক), কামরুল ইসলাম রাব্বি (অধিনায়ক), তানভির ইসলাম।