জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)

আশরাফুলের ব্যর্থতার দিনে নাঈমের বোলিং তান্ডব

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:05 বুধবার, 17 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টায়ার-২ এর ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম পাঁচ উইকেটের দেখা পেয়েছেন ঢাকা মেট্রোর পেসার তাসকিন আহমেদ। তার বোলিং তোপেই মাত্র ২৩৬ রানে গুটিয়ে গেছে চট্টগ্রামের প্রথম ইনিংস।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বস্তিতে দিন শেষ করতে পারেনি ঢাকা মেট্রো। তারা ৬ উইকেট হারিয়ে ১৯১ রান করে তৃতীয় দিন শেষ করেছে। ঢাকা মেট্রোর ইনিংসে ধ্বস নামিয়েছেন চট্টগ্রামের স্পিনার নাঈম হাসান।

৯৯ রানে ৫ উইকেট পেয়েছেন এই বোলার। মেট্রোর হাতে আছে ৪ উইকেট। তৃতীয় দিন শেষে তাদের লিড দাঁড়িয়েছে ২৪২ রান। মাত্র ১৪ রানেই নিজেদের প্রথম উইকেট হারিয়ে বসে ঢাকা মেট্রো।

এরপর বলার মতো রান পেয়েছেন কেবল মেট্রোর ওপেনার সাদমান ইসলাম ও সৈকত আলী। ৮৮ বলে ৮ চার আর ১ ছক্কায় ৬২ করেছেন সাদমান। আর ২ চারে ৪০ রান করেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান সৈকত।

ভালো শুরুর পরও ব্যক্তিগত ২৩ রান নাঈমের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। নিজেদের প্রথম ইনিংসে ২৮৭ রানে অল আউট হয়েছিল ঢাকা মেট্রো। দলের হয়ে ৯০ রানের ইনিংস খেলেছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাবিদ আলী।