আফগানিস্তান প্রিমিয়ার লিগ

ছয় ছক্কা হাঁকানো জাজাইয়ের আদর্শ গেইল

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:56 সোমবার, 15 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

আফগানিস্তান প্রিমিয়ার লীগে (এপিএল) বালখ লিজেন্ডসের বিপক্ষে এক ওভারে পর পর ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন কাবুল জাওনানের ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাই। এই আফগান ক্রিকেটার জানিয়েছেন তার আদর্শ গেইল।

তার দলের বিপক্ষেই সেঞ্চুরি করা দারুণ একটি মুহূর্ত তরুণ জাজাইয়ের জন্য। এই আফগান ক্রিকেটার নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছিলেন। 

"এটা একটা অভূতপূর্ব মুহূর্ত ছিল আমি যাকে আদর্শ মনে করি (গেইল) তার সামনে খেলা। আমি শুধু আমার সাধারণ খেলাটা খেলতে চেয়েছিলাম এবং যেকোনো উপায়ে আমি চাইছিলাম কাউকে অসাধারণ ভাবে না দেখতে।"

ক্রিস গেইলের দল প্রথমে ব্যাট করে তুলেছিল ২৪৪ রান। জবাবে হযরতুল্লাহ জাজাইয়ের দল কাবুল জাওনান ৭ উইকেট হারিয়ে থামে ২২৩ রানে। আবদুল্লাহ মাজারির করা চতুর্থ ওভারে ছয় বলে ছয় ছক্কা হাঁকান জাজাই।

ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে যুবরাজ সিং, ক্রিস গেইল, স্যার গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্সল গিবসদের নামের পাশে জায়গা করে নিয়েছেন তিনি। এই কিংবদন্তীদের নামের সাথে তার নাম যুক্ত হওয়াকে দারুণ গর্বের বলে মনে করছেন জাজাই।

"এটি আমার জন্য একটি গর্বের মুহূর্ত।  এটি আমার জন্য খুব উপভোগের মুহূর্ত যে অনেক কিংবদন্তির নামের পাশে আমার নাম যুক্ত হয়েছে। যারা সত্যিই এই খেলাটার কিংবদন্তী। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ ১২ বলে অর্ধশতক হাঁকানোতে সাহায্য করার জন্য।"