এশিয়া কাপ ২০১৮

রোহিত-শেহজাদকে ছাড়িয়ে মুশফিক

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:34 বুধবার, 26 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট হাতে বর্তমানে দারুণ ফর্মে আছেন টাইগার উইকেট রক্ষক মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল ম্যাচে দারুণ একটি শতক হাঁকিয়ে ​​​​​​টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয়তে উঠে এসেছেন তিনি। 

এবারের এশিয়া কাপে চারটি ম্যাচে (চলমান ম্যাচ সহ) ৯২.৬৬ গড়ে মুশফিকের সংগ্রহ মোট ২৭৮* রান (প্রতিবেদনটি লিখার সময়ে মুশফিক ব্যাট করছেন ৮৭ রানে)। যেখানে রয়েছে একটি শতক এবং একটি অর্ধশতক। তালিকার শীর্ষস্থানে থাকা শিখর ধাওয়ানের সংগ্রহ ৩২৭ রান।

ধাওয়ানের শতক দুইটি, অর্ধশতক নেই! গড় ৮১.৭৫। তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ১৩৪.৫০ গড়ে শর্মা করেছেন ২৬৯ রান। চার ইনিংসে শর্মার শতক একটি, অর্ধশতক দুইটি।

এরপরেই আছেন আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ। ৫৩.৬০ গড়ে একটি শতক ও সমান অর্ধশতকে তিনি করেছেন ২৬৮ রান। আসরে তাঁর ম্যাচ সংখ্যা পাঁচটি। সমান ম্যাচ খেলে তালিকার পঞ্চম স্থানে আছেন হাশমতউল্লাহ শহিদি।

তিনটি অর্ধশতকে এবং ৬৫.৭৫ গড়ে তিনি করেছেন ২৬৩ রান। তালিকায় দশ নম্বর স্থানে আছেন টাইগার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। পাঁচটি ইনিংসে দুইটি অর্ধশতকে তিনি করেছেন ১৩৫ রান (গড় ২৭.০০)।