এশিয়া কাপ ২০১৮

আবারও ত্রানকর্তার ভুমিকায় মুশফিক

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:41 বুধবার, 26 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশঃ 

স্কোর ৫৫/৩, ১৫ ওভার ( মিথুন১৬*, মুশফিক ২৬*) 

আউটঃ সৌম্য সরকার ০, মমিনুল হক ৫, লিটন দাস ৬

এশিয়া কাপে তৃতীয় বারের মত ফাইনালে জায়গা করে নেয়ার লক্ষ্যে বুধবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ইতিমধ্যে টস ভাগ্যে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।

টস ভাগ্য মাশরাফির পক্ষে গেলেও এই ম্যাচে ইনজুরির কারণে খেলা হচ্ছেনা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মমিনুল হক। 

পাশাপাশি ওপেনার নাজমুল হাসান শান্তর পরিবর্তে জায়গা পেয়েছেন সৌম্য সরকার এবং স্পিনার নাজমুল ইসলাম অপুর পরিবর্তে দলে এসেছেন পেসার রুবেল হোসেন।

আর টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারেই জুনায়েদ খানকে উইকেট ছুঁড়ে দেন ওপেনার সৌম্য সরকার। 

বাঁহাতি এই পেসারের ছোড়া বাউন্সারকে পুল করতে গিয়ে ফখর জামানের হাতে ধরা পড়েন সৌম্য। সৌম্যর বিদায়ে ব্যাট করতে নেমে পরের ওভারে শাহীন আফ্রিদিকে বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা ভালো করেন মমিনুল।

কিন্তু তাঁর পরের বলেই বাঁহাতি এই পেসারের দুর্দান্ত ডিলেভারিতে বোল্ড আউট হন এই ব্যাটসম্যান। ৫ রান আসে তাঁর ব্যাট থেকে। দুই উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে আরও বড় বিপদে ফেলেন লিটন দাস।

জুনায়েদ খানের অসাধারণ এক ডিলেভারিতে পরাস্ত হন এই ডানহাতি ব্যাটসম্যান। মাত্র ৬ রান করে বোল্ড আউট হয়ে বিদায় নিতে হয় লিটনকে। পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে বসা বাংলাদেশের পক্ষে হাল ধরেছেন মুশফিকুর রহিম এবং মিথুন আলি।

দুজনের দৃঢ় ব্যাটিংয়ে ইতিমধ্যে দলীয় পঞ্চাশ পার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। বর্তমানে তাদের স্কোর ৩ উইকেট হারিয়ে ৫৫ রান।

বাংলাদেশ একাদশ- 

লিটন দাস, সৌম্য সরকার, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। 

পাকিস্তান একাদশ- 

ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, সরফরাজ আহমেদ (উইকেট রক্ষক, অধিনায়ক), শোয়েব মালিক, আসিফ আলি, মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান, জুনায়েদ খান, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি।