এশিয়া কাপ

খেলছেন না সাকিব

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 17:04 বুধবার, 26 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে আজ তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপের সেমিফাইনাল এই ম্যাচে আজ ওপেনার নাজমুল হাসান শান্তর পরিবর্তে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। 

পাশাপাশি স্পিনার নাজমুল ইসলাম অপুর পরিবর্তে দলে এসেছেন পেসার রুবেল হোসেন। তবে টাইগার শিবিরে সবথেকে বড় দুঃসংবাদ হল আজ খেলছেন না দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আঙ্গুলের ইনজুরির কারণে আজ খেলা হচ্ছে না তাঁর বলে জানা গেছে। তাঁর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মমিনুল হক। অবশ্য সাকিবের না খেলার ইঙ্গিত আগেই দিয়েছিলেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। 

এদিকে বাংলাদেশের পাশাপাশি পরিবর্তন এসেছে পাকিস্তানের একাদশেও। আজ মোহাম্মদ আমিরের পরিবর্তে দলে এসেছেন জুনায়েদ খান। 

উল্লেখ্য আজকের এই ম্যাচে এরই মধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আবুধাবির মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।  

বাংলাদেশ একাদশ- 

লিটন দাস, সৌম্য সরকার, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। 

পাকিস্তান একাদশ- 

ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, সরফরাজ আহমেদ (উইকেট রক্ষক, অধিনায়ক), শোয়েব মালিক, আসিফ আলি, মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান, জুনায়েদ খান, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি।