এশিয়া কাপ ২০১৮

তিন পেসার নাকি তিন স্পিনার?

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 15:46 বুধবার, 26 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে বোলিং বিভাগে কোন পরিবর্তন নাও আসতে পারে। আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া স্পিনার নাজমুল ইসলাম অপু এই ম্যাচেও জায়গা ধরে রাখতে পারেন একাদশে।

সেক্ষেত্রে অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে আবারও বসে থাকতে হবে সাইড বেঞ্চে। আফগানদের বিপক্ষে দুর্দান্ত জয়ের দিন রুবেলকে বসিয়ে বাড়তি স্পিনার নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা।

খুব সম্ভবত এই ম্যাচেও একই বোলিং লাইন আপ নিয়ে মাঠে নামতে চাইবেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর বোলিং লাইন আপে কোন পরিবর্তন না আসলেও একাদশে ১টির বেশী পরিবর্তন আসার সম্ভাবনা নেই টাইগারদের।

তবে অধিনায়ক মাশরাফি যদি ওপেনিংয়ে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে সৌম্য সরকারকে একাদশে অন্তর্ভুক্ত করেন তাহলে তাঁকে দিয়েও বোলিংয়ে কাজ চালাতে পারবেন।

আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন সৌম্যকে বোলিং কোচ কোর্টনি ওয়ালশের অধীনে অনুশীলন করতে দেখা গিয়েছে। তাই ধারণা করা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টাইগার একাদশে ফিরতে পারেন তিনি।

শান্তর পরিবর্তে সৌম্য ছাড়া একাদশে আর কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে টিম ম্যানেজম্যান্ট তিন স্পিনার নিয়েই নামবেন নাকি একাদশে রুবেলকে রেখে তিন পেসার নিয়ে নামবে সেটা নিশ্চিত ভাবে বলার যাচ্ছেনা।

পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচে ২৪.৮০ গড়ে ৮ উইকেট শিকার করেছেন রুবেল। পরিসংখ্যানের দিক দিয়ে বিবেচনা করলে একাদশে বাড়তি পেসার হিসেবে সুযোগ পেতেও পারেন এই ডানহাতি পেসার।

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ লিটন দাস (উইকেট রক্ষক), নাজমুল হোসেন শান্ত/ সৌম্য সরকার, মোহাম্মাদ মিথুন আলি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু/ রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।