195 পঠিত
এশিয়া কাপ
বাংলাদেশ-ভারত ফাইনাল একপেশে হবে- জহির খান


|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ জায়গা করে নিতে পারলে সেই ম্যাচটি ভারতের জন্য অনেকটাই একপেশে হবে বলে মনে করেন দেশটির সাবেক পেস তারকা জহির খান।
কেননা বর্তমানে ব্যাটিংয়ের দিক থেকে যথেষ্টই ভুগতে হচ্ছে টাইগারদের। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে দলটির মিডল অর্ডার জ্বলে উঠলেও টপ অর্ডার ব্যাটসম্যানেরা এখনও নিজেদের মেলে ধরতে পারেনি। জহির তাই বলছিলেন,
'এখন পর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশের থেকে পাকিস্তানকে ভাল দল মনে হচ্ছে। বাংলাদেশের ব্যাটিং একেবারেই জ্বলে উঠতে পারছে না। তারা এখন পর্যন্ত টুর্নামেন্টে অনেক শট খেলেছে। বাংলাদেশ যদি ফাইনালে পৌঁছাতে পারে তাহলে সেটি ভারতের জন্য একপেশে ম্যাচ হবে।'
আর এই কারণে পাকিস্তানকেই ফাইনালে দেখতে আগ্রহী সাবেক এই ভারতীয় পেসার। তাঁর কথাতেই সেটি ইঙ্গিত পাওয়া গেল,
'পাকিস্তান যদি ফাইনালে যায় সেক্ষেত্রে আমরা তো সকলেই জানি ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব কতটা। ভারত-পাকিস্তান ফাইনাল সর্বদাই রোমাঞ্চকর এবং এই ম্যাচে সকলের চোখ থাকবে,' বলেছেন জহির।
উল্লেখ্য আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে সরফরাজ আহমেদের পাকিস্তান এবং মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ।

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ
পরিসংখ্যানে বাংলাদেশ-নিউজিল্যান্ড
|| ডেস্ক রিপোর্ট || নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত বাংলাদেশের ভাগ্য একবারও সহায় হয়নি। ওয়ানডেতে তো বটেই টেস্টেও কিউইদের কাছে প্রতিনিয়ত ধরাশায়ী হতে হয়েছে টাইগারদের। এবারের সফরটি ছাড়া মোট ৪ বার নিউজিল্যান্ড
স্তারিত
শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা সিরিজ
ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা
|| ডেস্ক রিপোর্ট || দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতলেই ইতিহাস গড়বে শ্রীলঙ্কা দল। এখন পর্যন্ত উপমহাদেশের কোনো দল দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে পারেনি। এই ম্যাচে জয়ের জন্য লঙ্কানদের ১৯৭ রানের লক্ষ্য
স্তারিত
বিশ্বকাপ ২০১৯
পাকিস্তান ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই
|| ডেস্ক রিপোর্ট || বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকারের দিকেই তাকিয়ে তারা। পুলওয়ামায় সন্ত্রাসী
স্তারিত
ভারত-অস্ট্রেলিয়া
শীর্ষে ওঠার খুব কাছে রোহিত শর্মা
|| ডেস্ক রিপোর্ট || রবিবার সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টি টুয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে নামবে স্বাগতিক ভারত। আর এই ম্যাচটির আগে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। কেননা আর
স্তারিত