টি-টেন লীগ

বর্ণীল তারকাদের নিয়ে টি-টেন লীগের দ্বিতীয় আসর

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 23:48 মঙ্গলবার, 25 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

আরব আমিরাতের মাটিতে আগামী ২৩ই নভেম্বর শুরু হবে টি-টেন লীগের দ্বিতীয় আসর। এই উপলক্ষে এই সোমবার আঁটটি দলের মধ্যে প্লেয়ার ড্রাফট হয়েছে। দল পেয়েছেন ক্রিস গেইল, রশিদ খান, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদির মতো তারকারা।

টি-টেন লীগে কে কোন দলেঃ-

কেরালা কিংসঃ- ইয়োইন মরগান (আইকন প্লেয়ার, অধিনায়ক, ইংল্যান্ড), সোহেল তানভির (পাকিস্তান), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), পল স্টার্লিং (আয়ারল্যান্ড), দাসুন শানাকা (শ্রীলংকা), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), জুনায়েদ খান (পাকিস্তান), সন্দীপ লামিচানে (নেপাল), টম কারান (ইংল্যান্ড), ফেবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ), নিরোশান ডিকওয়েলা (শ্রীলংকা), ইমরান নাজির (পাকিস্তান), বেনি হাওয়েল (ইংল্যান্ড)। কোচঃ- ড্যানিয়েল ভেট্টরি

পাখতুনসঃ- শহীদ আফ্রিদি (আইকন প্লেয়ার, পাকিস্তান), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), লিয়াম ডসন (ইংল্যান্ড), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা), ডেভিড উইলি (ইংল্যান্ড), কলিন মুনরো (নিউজিল্যান্ড), আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), সোহেল খান (পাকিস্তান), শরাফুদ্দীন আশরাফ (আফগানিস্তান), চ্যাডিউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), শাপুর জাদরান (আফগানিস্তান), গুলবাদীন নাঈব (আফগানিস্তান), ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা)। কোচঃ- ডিন জোন্স

মারাঠা এরাবিয়ান্সঃ- রশিদ খান (আইকন প্লেয়ার, আফগানিস্তান), কামরান আকমল (পাকিস্তান), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), জেমস ফকনার (অস্ট্রেলিয়া), লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা), লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), জেমস ভিন্স (ইংল্যান্ড), ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে), অ্যাডাম লিথ (ইংল্যান্ড), ভ্যান ডার মারে (নেদারল্যান্ডস), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), রিচার্ড গ্লিসন (ইংল্যান্ড)। কোচ: ওয়াসিম আকরাম

বেঙ্গল টাইগারসঃ- সুনীল নারাইন (আইকন প্লেয়ার, ওয়েস্ট ইন্ডিজ), জেসন রয় (ইংল্যান্ড), আসিফ আলী (পাকিস্তান), মুজিব উর রহমান (আফগানিস্তান), স্যাম বিলিংস (ইংল্যান্ড), মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা), আমির ইয়ামিন (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), কুশল পেরেরা (শ্রীলংকা), শেরফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), কেভন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিত (ওয়েস্ট ইন্ডিজ), আলী খান (আমেরিকা)। কোচ: স্টিফেন ফ্লেমিং

রাজপুতসঃ- ব্রেন্ডন ম্যাককালাম (আইকন প্লেয়ার, নিউজিল্যান্ড), ক্রিস লিন (অস্ট্রেলিয়া), রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), তাইমাল মিলস (ইংল্যান্ড), কার্লোস ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), রাহাত আলী (পাকিস্তান), সামিত প্যাটেল (ইংল্যান্ড), কায়েস আহমদ (আফগানিস্তান), বেন ডাঙ্ক (অস্ট্রেলিয়া), শান মাসুদ (পাকিস্তান), পিটার ট্রেগো (ইংল্যান্ড)। কোচ: হার্শেল গিবস

নর্দান ওয়ারিয়র্সঃ- ড্যারেন স্যামি (আইকন প্লেয়ার, ওয়েস্ট ইন্ডিজ), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), রবি বোপারা (ইংল্যান্ড), রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), হ্যারি গার্নে (ইংল্যান্ড), ক্রিস গ্রিন (অস্ট্রেলিয়া), ওবেড ম্যাকয়, লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), খারি পিয়ের (ওয়েস্ট ইন্ডিজ), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ)। কোচঃ রবিন সিং

পাঞ্জাবী লিজেন্ডসঃ- শোয়েব মালিক (আইকন প্লেয়ার, পাকিস্তান), ক্রিস জর্ডান (ইংল্যান্ড), লুক রঞ্চি (নিউজিল্যান্ড), লিয়াম প্ল্যাঙ্কেট (ইংল্যান্ড), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সামি (পাকিস্তান), জহির খান (আফগান), উমর আকমল (পাকিস্তান), মিচেল ম্যাকক্লেনঘান (নিউজিল্যান্ড), টম মুরেস (ইংল্যান্ড), আনোয়ার আলী (পাকিস্তান), জেড ডার্নব্যাচ (ইংল্যান্ড), হাসান খান (পাকিস্তান)। কোচঃ মোশতাক আহমেদ

করাচিয়ানসঃ- শেন ওয়াটসন (আইকন প্লেয়ার, অস্ট্রেলিয়া), এন্টন দেভচিচ (নিউজিল্যান্ড), বেন লাফলিন (অস্ট্রেলিয়া), জোফরা আর্চার (ইংল্যান্ড), কলিন ডি গ্র্যান্ডহোম (নিউজিল্যান্ড), বেন কাটিং (অস্ট্রেলিয়া), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), ডেভিড মালান (ইংল্যান্ড ), ফাওয়াদ আহমেদ (অস্ট্রেলিয়া), ইসুরু উদানা (শ্রীলংকা), জো ক্লার্ক (ইংল্যান্ড), সামিউল্লাহ শেনওয়ারী (আফগানিস্তান), মোহাম্মদ ইরফান (পাকিস্তান)। কোচ: টম মুডি