সিপিএল ২০১৮

গায়ানাকে উড়িয়ে দিয়ে ত্রিনবাগোর তৃতীয় শিরোপা জয়

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 11:03 সোমবার, 17 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

গত বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) দ্বিতীয় শিরোপা জিতেছিল ত্রিনবাগো নাইট রাইডার্স দলটি। এবার জয়ের সেই ধারা এবারের আসরেও অব্যাহত রাখলো তারা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিপিএল ২০১৮ এর ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে ডোয়াইন ব্রাভোর দল। সবমিলিয়ে এটি নাইট রাইডার্সদের তৃতীয় শিরোপা। 

ত্রিনবাগোর আজকের এই ম্যাচে জয় পাওয়ার পেছনে অন্যতম ভূমিকা পালন করেছিলেন কিউই হার্ডহিটার কলিন মুনরো। মূলত তাঁর ৩৯ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংসটির সুবাদেই গায়ানার ছুঁড়ে দেয়া ১৪৮ রানের লক্ষ্য ১৫ বল হাতে রেখেই টপকে যায় ব্রাভো বাহিনী। 

৬৮ রানের এই ইনিংসটি খেলতে মুনরো হাঁকিয়েছেন মোট ৩টি ছয় এবং ৬টি চার। অবশ্য তাঁকে ব্যাট হাতে ভালোই সঙ্গ দিয়েছেন স্বদেশী ব্র্যান্ডন ম্যাককালাম। ২টি ছয় এবং ৫টি চারের সাহায্যে ২৪ বলে ৩৯ রান করেছেন ম্যাককালাম।

অপরদিকে আরেক ওপেনার কাম উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ রামদিনের ব্যাট থেকে এসেছে ২৪ রান। সবমিলিয়ে গায়ানাকে ফাইনাল ম্যাচে দাঁড়াতেই দেয়নি নাইট রাইডার্সরা। গায়ানার পক্ষে ১টি করে উইকেট পেয়েছেন শুধু ক্রিস গ্রিন এবং রোমারিও শেফার্ড। 

এতো গেল ত্রিনবাগোর ব্যাটিং দ্বৈরথের খবর। বোলিংয়ের দিক থেকেও দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছিলেন ত্রিনবাগোর বোলাররা। এদিন টসে জিতে গায়ানাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ত্রিনবাগো অধিনায়ক ডোয়াইন ব্রাভো।

এরপর ব্যাটিং করতে নেমে বাঁহাতি স্পিনার খারি পিয়েরের ঘূর্ণিতে রীতিমত দিশেহারা হতে পড়ে গায়ানা। ৪ ওভার বল করে ২৯ রানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন ২৬ বছর বয়সী এই পিয়েরে। অধিনায়ক ব্রাভোও অবশ্য কম যাননি। ৩০ রান খরচায় তাঁর শিকার ২টি উইকেট।

এছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন আলী খান, ফাওয়াদ আহমেদ এবং সুনীল নারিন। গায়ানার পক্ষে সর্বোচ্চ ৩৫ বলে ৪৪ রান করতে পেরেছেন শুধু কিউই উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রঙ্কি। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান এসেছে জ্যাসন মোহাম্মদের ব্যাট থেকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রানের পূঁজি পেয়েছিল গায়ানা।

কিন্তু এই মামুলি লক্ষ্য প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তারা। ২৯ রানে ৩ উইকেট শিকার করায় ফাইনালে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ত্রিনবাগোর বাঁহাতি স্পিনার খারি পিয়েরে। 

সংক্ষিপ্ত স্কোর-

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ১৪৭/৯ (২০ ওভার) (রঞ্চি- ৪৪, মোহাম্মদ- ২৪) (পিয়েরে-৩/২৯, ব্রাভো-২/৩০)

ত্রিনবাগো নাইট রাইডার্স- ১৫০/২ (১৭.ওভার) (রঞ্চি- ৬৮, ম্যাককালাম- ৩৯) (শেফার্ড- ১/২৯, গ্রিন- ১/৩০) 

ফলাফল- ত্রিনবাগো ৮ উইকেটে জয়ী (১৫ বল হাতে রেখে) 

টস- ত্রিনবাগো নাইট রাইডার্স

ম্যাচ সেরা- খারি পিয়েরে