যুবাদের এশিয়া কাপ

বিশ্বকাপের ছায়া এশিয়া কাপ?

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 17:08 শনিবার, 08 সেপ্টেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আগামী ২৭ই সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। এই উপলক্ষে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ ছাড়া আসরের বাকি দলগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল, হংকং এবং আরব আমিরাত।

এই আসরকে সামনে রেখে অনেক আগে থেকেই অনুশীলন করেছে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটারেরা। ইদের আগেই কয়েক সপ্তাহ অনুশীলন করেছে তারা।

এরপরে ইদ শেষ হওয়ার পরে আবারো অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে তারা। যুবাদের এশিয়া কাপের প্রস্তুতি সম্পর্কে কথা বলেছেন ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন। আসরে বড় কোন লক্ষ্য নেই টাইগারদের। শনিবার দিন মিডিয়ার সামনে সুজন জানান,

'দুই তিনটা ছেলে বাদে সবই নতুন ক্রিকেটার, যারা অনূর্ধ্ব-১৭ খেলেছে। হোম কন্ডিশন সম্বন্ধে ছেলেরা জানে। ওরা যদি সেভাবে খেলতে পারে আর আমরা যদি ফাইনালের ধারে কাছে যেতে পারি তাহলে তো বড় ব্যাপার হয়ই। 

'আসলে লক্ষ্য এখন বলা কঠিন। আপনারা জানেন যে বিশ্বকাপ অনুযায়ী আমরা আগাই। এখন ওদের নতুন কোচ। এই এশিয়া কাপের মাধ্যমে আমরা বুঝতে পারব আমাদের দুর্বলতা বা সবলতার জায়গাগুলো কই আসলে। তারপরে বিশ্বকাপে আমরা আমাদের লক্ষ্য জানাতে পারব।'

এদিকে এই আসরের ভেন্যু হিসেবে শুরুতে নির্ধারণ করা হয়েছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে। পরে অবশ্য ভেন্যুতে আনা হয় পরিবর্তন। সুজন জানান,

'আমরা প্রস্তুত এবং খুব ভালোভাবেই প্রস্তুত আমি মনে করি। আমরা ইতিমধ্যে ম্যাচের ভেন্যু বদলে দিয়েছি। কক্সবাজারের ম্যাচ ঢাকায় নিয়ে এসেছি। চট্টগ্রামে আরেকটি গ্রুপ খেলবে।

'মূলত বৃষ্টির জন্য সমস্যা হতো কক্সবাজারে। এছাড়া সবকিছু ঠিক। পানি নিষ্কাশন ব্যবস্থা খারাপ, তাই আমরা ভেন্যু বদল করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে জুনিয়রদের খেলার প্রতিটা বল যেন মাঠে গড়ায়। কেননা আমাদের ভবিষ্যতের দলের ক্রিকেটার লুকিয়ে আছে জুনিয়রদের দলে।'

উল্লেখ্য, দুটি গ্রুপে বিভক্ত হয়ে মোট আটটি দল লড়বে জুনিয়র ক্রিকেটারদের এই আসরে। ৮ই অক্টোবরের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই আসর।