বিসিবির প্রেস

নতুন কোচের সন্ধানে সুজন

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 12:39 বৃহস্পতিবার, 06 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

দেশের ক্রিকেটের পাইপলাইন আরও বেশী মজবুত করতে ব্যবস্থা নিয়েছে বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটি। সেই অনুযায়ী পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছে কাজ। এই প্রসঙ্গে গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানান,

'পাইপলাইনের ক্রিকেটারদের জন্য আমরা আরও কিছু ব্যবস্থা গ্রহণ করেছি। জেলা পর্যায়ের কোচদের সঙ্গে আমাদের একটি কর্মশালা আছে, সেখানে আমরা তাদের সব জানাব।

'এখন আমাদের বেশ কয়েকজন নির্বাচক আছে, যদিও আমরা আরও কয়েকজন নির্বাচককে নেব। তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার খুঁজে বের করতে আমরা আরও কয়েকজন কোচও নিয়োগ দিবো।'

যদিও এখনো তিনটি জেলায় (নেত্রকোনা, নাটোর ও দিনাজপুর) কোচ নিয়োগ করতে পারেনি বিসিবির এই বিভাগ। তবে থেমে নেই বিসিবির কার্যক্রম।

কুষ্টিয়া, বাগেরহাট, খুলনা, কক্সবাজার, রাজশাহী ও সিলেটে সাম্প্রতিককালেই কোচ নিয়োগ দিয়েছে তারা। সুজনের লক্ষ্য, জেলা ক্রীড়া সংস্থা বা বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে আরও বেশী শক্তিশালী করা।  

'আমরা জেলা ক্রীড়া সংস্থা বা বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর দিকেও নজর দিচ্ছি, যেন তা আরও বেশী সচল হয় এবং তারা যেন নিয়মিতভাবেই ঘরোয়া লিগ আয়োজন করতে পারে।'  

সূত্রঃ- দ্যা ইনডিপেন্ডেন্ট