সিপিএল ২০১৮

দুর্ভাগা স্টিভ স্মিথ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 12:38 সোমবার, 03 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। সাইড স্ট্রেনের ইনজুরিতে পড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

রবিবার সেন্ট লুসিয়ার দলপতি জেসন হোল্ডার স্মিথের সিপিএল থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে ইনজুরি নিয়ে দেশে ফিরে গিয়েছেন স্মিথ।

এখন পর্যন্ত সিপিএলে ৭ ম্যাচ খেলে ২৬.৪২ গড়ে তার ব্যাট থেকে এসেছে মোট ১৮৫ রান। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সফল স্মিথ। নিয়েছেন তিন উইকেট।  

শুরুর দিকে সিপিএল খেলার কথা ছিল না স্মিথের। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান সিপিএল  থেকে নাম সরিয়ে নিলে তার পরিবর্তে স্মিথকে দলে নেয় সেন্ট লুসিয়া।

এদিকে সিপিএলে সুবিধানজক অবস্থায় নেই জেসন হোল্ডারের দল। আসরের ১০ ম্যাচ খেলে ৩টিতে জিতে পঞ্চম স্থানে আছে স্মিথ-হোল্ডাররা। সেই সঙ্গে দলটির প্লে-অফে খেলার সম্ভাবনাও নেই। 

এদিকে চলতি বছর বল টেম্পারিংয়ের দায়ে ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্মিথ। জাতীয় দলের বাইরে থাকলেও বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ মাতিয়ে বেড়াচ্ছেন তিনি।

সেই সঙ্গে কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি লীগেও খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আবার শোনা যাচ্ছে পাকিস্তান সুপার লীগের চতুর্থ আসরেও খেলবেন তিনি।