সিপিএল ২০১৮

মাহমুদুল্লাহদের হারিয়ে শীর্ষে ব্রাভোর নাইট রাইডার্স

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 09:59 রবিবার, 02 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে সিপিএলের গত ম্যাচে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে সেই ম্যাচটিতে ৪ রান করেছিলেন রিয়াদ। যদিও বল হাতে পরবর্তীতে ক্যামেরন ডেলপোর্টের গুরুত্বপূর্ণ উইকেটটি শিকার করেছিলেন তিনি।

এরপর গতকাল প্যাট্রিয়টসের হয়ে আবারও মাঠে নেমেছিলেন মাহমুদুল্লাহ। কিন্তু ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নিজের ষষ্ঠতম এই ম্যাচে খুব বেশি সময় ব্যাটিং করার সুযোগ হয়নি তাঁর। ১৯ তম ওভারে খেলতে নেমে মাত্র ৩টি বল খেলে ২* রান করতে পেরেছেন তিনি। আর বল হাতে ২ ওভারে ১৯ রান খরচায় উইকেট শুন্য ছিলেন রিয়াদ। 

এদিকে রিয়াদের দল সেন্ট কিটসও ম্যাচটিতে হেরেছে ৪৬ রানের বড় ব্যবধানে। অপরদিকে দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ডোয়াইন ব্রাভোর নেতৃত্বাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স। এদিন ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে শুরুতে টসে জিতে নাইট রাইডার্সদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন প্যাট্রিয়টস অধিনায়ক ক্রিস গেইল।

পরবর্তীতে ব্যাটিং করতে নেমে কিউই হার্ডহিটার ব্যাটসম্যান কলিন মুনরো এবং অধিনায়ক ব্রাভোর ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রানের বিশাল সংগ্রহ দাঁড়া করায় ত্রিনবাগো। ৫টি ছয় এবং ৩টি চারের সাহায্যে মাত্র ৫০ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন মুনরো। আর ব্রাভো ১১ বলে ৩৭ রানের দারুণ ঝড়ো একটি ইনিংস খেলেন। যেখানে ছিল ৫টি ছয় এবং ১টি চার। 

কম যাননি আরেক কিউই ব্র্যান্ডন ম্যাককালাম। ২টি ছয় এবং ২টি চারের সাহায্যে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৩৫ রান। এরই সাথে রিয়াদদের সামনে বড় একটি লক্ষ্যই ছুঁড়ে দিতে সক্ষম হয় ব্রাভো বাহিনী। ত্রিনবাগোর ব্যাটসম্যানদের তান্ডবে তেমন সাফল্য পাননি সেন্ট কিটসের বোলাররা।

৪ ওভার বোলিং করে ৪৩ রানে ২ উইকেট শিকার করেছেন আলজারি জোসেফ। আর ১টি করে উইকেট নিয়েছেন শেল্ডন কটরেল এবং কার্লোস ব্র্যাথওয়েট। কিন্তু এই দুইজনই ছিলেন যথেষ্ট খরুচে। কটরেল ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৯ এবং ব্র্যাথওয়েট ৪০ রান দিয়েছেন।  

২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে এক এভিন লুইস ছাড়া সেন্ট কিটসের কোন ব্যাটসম্যান দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি। ৫টি ছয় এবং ২টি চারের মাধ্যমে ৩৭ বলে ৫২ রানের একটি দুর্দান্ত ইনিংসে খেলেছিলেন ক্যারিবিয়ান লুইস। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান (২২ বলে) এসেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান ডেভন থমাসের ব্যাট থেকে। আর অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট করেছেন ১৮ বলে ২১ রান।  

শেষ পর্যন্ত ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৮ উইকেটে ১৫৩ রানে থামতে হয়েছে ক্রিস গেইলের দলটিকে। ফলে বড় পরাজয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। প্যাট্রিয়টসদের কম রানে বেঁধে ফেলার পেছনে অবশ্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ত্রিনবাগোর ক্যারিবিয়ান বোলার অ্যান্ডারসন ফিলিপ এবং পাকিস্তানি বংশোদ্ভূত ফাওয়াদ আহমেদ। 

কেননা ক্রিস গেইল, এভিন লুইস এবং ব্র্যান্ডন কিংয়ের উইকেট তিনটি তুলে নিয়ে প্যাট্রিয়টস শিবিরে ধ্বস নামিয়েছিলেন ফিলিপই। আর ফাওয়াদের শিকার হয়েছেন অ্যান্টন ডেভচিচ এবং রাসি ভ্যান ডের ডুসেন। তবে তিনটি উইকেট পেলেও ৪ ওভারে ফিলিপ রান দিয়েছেন ৪০।

যদিও ফাওয়াদ ছিলেন কিছুটা মিতব্যায়ী ছিলেন। ২ উইকেট নিতে তিনি ২৮ রান খরচ করেছেন।  এছাড়াও ১টি করে উইকেটের দেখা পেয়েছেন আলি খান এবং অধিনায়ক ডোয়াইন ব্রাভো। মাত্র ৫০ বলে ৭৬ রানের ক্যামিও ইনিংস খেলার জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ত্রিনবাগো কিউই রিক্রুট কলিন মুনরো।

ত্রিনবাগো নাইট রাইডার্স একাদশ-

ক্রিস লিন, সুনীল নারিন, কলিন মুনরো, ব্র্যান্ডন ম্যাককালাম, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), দীনেশ রামদিন (উইকেটরক্ষক), জ্যাভন সিরলস, ফাওয়াদ আহমেদ, আলি খান, অ্যান্ডারসন ফিলিপ। 

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস একাদশ- 

ক্রিস গেইল, এভিন লুইস, রাসি ভ্যান ডের ডুসেন, ডেভন থমাস (উইকেটরক্ষক), অ্যান্টন ডেভচিচ, বেন কাটিং, কার্লোস ব্র্যাথওয়েট, ব্র্যান্ডন কিং, মাহমুদুল্লাহ রিয়াদ, আলজারি জোসেফ, শেল্ডন কটরেল।

সংক্ষিপ্ত স্কোর- 

ত্রিনবাগো নাইট রাইডার্স- ১৯৯/৪ (২০ ওভার) (মুনরো- ৭৬*, ব্রাভো- ৩৭) (জোসেফ-২/৪৩, কটরেল- ১/৩৯) 

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস- ১৫৩/৮ (২০ ওভার) (লুইস ৫২, থমাস- ২৩) (ফিলিপ-৩/৪০, ফাওয়াদ-২/২৮) 

ফলাফল- নাইট রাইডার্স ৪৬ রানে জয়ী

ম্যাচ সেরা- কলিন মুনরো

টস- সেন্ট কিটস (ফিল্ডিং)