এশিয়া কাপ ২০১৮

এখনই ফিরছেন না মাহমুদুল্লাহ

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 12:02 শুক্রবার, 24 আগস্ট, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে দেশে ফিরে পবিত্র হজ পালন করতে উড়াল দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সবকিছু ঠিক থাকলে সৌদি আরব থেকে ২৯ তারিখে দেশে ফেরার কথা রয়েছে তাঁর। দেশে ফিরে এশিয়া কাপকে সামনে রেখে আয়োজিত প্রস্তুতি ক্যাম্পে অংশ নিবেন তিনি।

এদিকে সাকিব চলতি মাসে ফিরলেও এখনই দেশে আসছেন না আরেক অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অবস্থান করছেন তিনি।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে গ্রুপ পর্বের সবকয়টি ম্যাচ খেলে তবেই দেশে ফিরবেন রিয়াদ। সেক্ষেত্রে ৫ই সেপ্টেম্বর সেন্ট কিটসের দশম ম্যাচটি খেলে ৭ তারিখে দেশের বিমান ধরবেন তিনি।

সিপিএলে খেলে এরই মধ্যে নিজেকে বেশ ঝালিয়ে নিয়েছেন রিয়াদ। সুতরাং বলা যায় ১৫ই সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এশিয়া কাপের আগে অনেকটাই প্রস্তুত থাকছেন এই টাইগার অলরাউন্ডার।

অপরদিকে সাকিব আল হাসানকে নিয়ে সংশয় এখনও পুরোপুরি কাটেনি। আঙ্গুলের ইনজুরিতে ভুগতে থাকা সাকিব এশিয়া কাপের আগে সার্জারি করাবেন কিনা এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে ধারণা করা যাচ্ছে এশিয়া কাপের মতো মেগা একটি ইভেন্টের আগে অপারেশন করাতে যাবেন না সাকিব। এর জন্য জিম্বাবুয়ে কিংবা ওয়েস্ট ইন্ডিজ সিরিজকেই বেঁছে নিবেন তিনি। 

এর আগে ক্যারিবিয়ান সফরেও ইনজুরি নিয়ে খেলেছিলেন সাকিব। যদিও ব্যাথানাশক ইনজেকশন দেয়ায় খুব একটা সমস্যা হয়নি তাঁর। এবারও তাই সেই উপায়ই হয়তো অবলম্বন করতে চাইবেন বিশ্বসেরা অলরাউন্ডার।