ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ

এক উইকেটের অপেক্ষায় কোহলিরা

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 00:27 বুধবার, 22 আগস্ট, 2018

|| ডেস্ক রিপোর্ট ||  

পাঁচ ম্যাচ সিরিজে ২-১'এ সমতা নিয়ে আসা শুধু মাত্র সময়ের ব্যাপার মাত্র ভারতের জন্য। কিন্তু সমতা আনতে হলে সেটার জন্য কোহলিদের অপেক্ষা করতে হবে আরও একদিন। কারণ চতুর্থ দিন ইংলিশদের ১০ উইকেট তুলে নিতে পারেনি টিম ইন্ডিয়া।

৯ উইকেট হারিয়েছে তারা, দিন শেষে তাদের সংগ্রহ ৩১১ রান। জয়ের জন্য শেষ দিন ইংলিশদের করতে হবে আরও ২৪০ রান। চতুর্থ দিন সবকিছুরই সাক্ষী হয়েছে নটিংহ্যামের দর্শকরা। প্রথম সেশনে ইংলিশরা হারিয়েছে ৪ উইকেট, এরপর টানা ৪ ঘন্টা বল হাতে চেষ্টা চালিয়েও উইকেট নিতে ব্যর্থ ছিলেন ভারতের বোলাররা।

টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস খেলে সেঞ্চুরি হাঁকিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলার। তাকে সঙ্গ দেয়া বেন স্টোকস ফিরেছেন ৬২ রানে। আর বাটলারকে ১০৬ রানে লেগ বিফরের ফাঁদে ফেলেছেন জাস্প্রিত বুমরাহ। দুজনের বিদায়ের পর বুমরাহর হাত ধরে ম্যাচে ফিরে আসে ভারত।

ইনজুরি থেকে ফিরে ডানহাতি এই পেসার তুলে নেন পাঁচ উইকেট। আর ইনজুরিতে পরার আগে নিজের শেষ টেস্টেও পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। শেষ বেলায় স্টুয়ার্ট ব্রড-আদিল রশিদ জুটি বেঁধে ভুগিয়েছেন ভারতীয় বোলারদের।

দুজন মিলে যোগ করেন ৫০ রান। ব্রড ২০ করে ফিরলেও অ্যান্ডারসনকে সঙ্গে গিয়ে রশিদ ক্রিজে আছেন ৩০ রান নিয়ে। এর আগে নিজেরদের প্রথম ইনিংসে হার্দিক পান্ডেয়ার বোলিং তোপে ১৬১ রানে গুটিয়ে যায় ইংলিশরা।

আর প্রথমে ব্যাট করে ভিরাট কোহলির ৯৭ রানের উপর ভর করে ইন্ডিয়ার সংগ্রহ ছিল ৩২৯ রান। দ্বিতীয় ইনিংসে অবশ্য সেঞ্চুরি মিসের আক্ষেপ দূর করেছেন কোহলি। তার ১০৩ রানের উপর ভর করে ৭ উইকেটে ৩৫২ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় রেকর্ড ৫২১ রান। পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে এখনও ইংলিশরা।