আয়ারল্যান্ড সফর

আয়ারল্যান্ডে সৌম্যর সমস্যার সমাধান

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 23:30 মঙ্গলবার, 21 আগস্ট, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  

উইন্ডিজ সফরে বাংলাদেশ দলের হয়ে ব্যর্থতার প্রমাণ দেয়ার পর সৌম্য সরকার উড়াল দেন আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলতে। কিন্তু আয়ারল্যান্ডের মাটিতে দেখা গিয়েছে ভিন্ন এক সৌম্যকে। টি-টুয়েন্টিি সিরিজে তো দারুন খেলেছেনই সেই সঙ্গে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়ে দলের পক্ষে করেছিলেন ৪৭ রান।

আর আয়ারল্যান্ডে খেলতে গিয়ে নিজেকে ফিরে পাওয়া সৌম্য মনে করেন, সেখানে তিনি নিজের মত করে খেলেছেন বিধায় ব্যাট থেকে রান পেয়েছেন। উইন্ডিজদের মাটিতে ব্যর্থতার পর আইরিশদের মাটিতে খেলতে গিয়ে কাজ করেছেন নিজের ব্যাটিং নিয়ে।

আয়ারল্যান্ড সফরে দলকে নেতৃত্ব দেয়া সৌম্যর অধীনে টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল। আর দলকে একদম সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। আর দেশে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান,

'আমি আমার নিজের মতোই খেলেছি, আমি সাধারণত আক্রমণাত্মক ক্রিকেট খেলে থাকি এবং আমি আয়ারল্যান্ডের আসার থেকেই ব্যাটিং নিয়ে কাজ করছি। আপনি যদি লক্ষ্য করে থাকেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুটি টি টুয়েন্টিতে আমি আউট হয়েছিলাম একই ভাবে। যখন আমি বোলারের মাথার ওপর দিয়ে সোজা মারতে গিয়েছিলাম এবং লং অন অথবা লং অফ অঞ্চলে ধরা পরেছি। এমনকি আয়ারল্যান্ডেও একটি ম্যাচে আমি একই ভাবে আউট হয়েছিলাম।'

এদিকে সৌম্য আরও জানিয়েছেন, তার যেসব সমস্যা ছিল সেগুলো তিনি ধরতে পেরেছেন। আর এখনও সেই সমস্যাগুলো শুধরাতেই কাজ করছেন তিনি। এমনকি উইন্ডিজদের মাটিতে প্রতিপক্ষ পেসার কিমো পলের স্লোয়ার ডিলেভারিকে উড়িয়ে মারতে গিয়ে কেন আউট হয়েছেন তিনি সেটারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। সৌম্যর ভাষায়,

'আমি বুঝতে পেরেছি যে আমার একটি টেকনিক্যাল সমস্যা ছিল, আমি যখন সেই শট খেলতাম তখন আমার শরীরের ভারের সাথে সেটি সামঞ্জস্য হতো না। এটি নিয়ে আমি কাজ করছি। ওয়েস্ট ইন্ডিজে আমি জোরে শট খেলতে চেয়েছিলাম। ভেবেছিলাম বলটি জোরে আসবে, কিন্তু এটি ছিল একটি স্লোয়ার ডেলিভারি এবং এই কারণে আমার টাইমিং সঠিক ছিল না। এটি আমার রান সংগ্রহ করার মূল শট ছিল। এর আগে পেসার এবং স্পিনার উভয়ের বিপক্ষেই আমি এই শট খেলে রান পেয়েছিলাম। আমি আয়ারল্যান্ডেও এই ধরণের শট খেলে অনেক রান করেছি।'