নারী ক্রিকেট

বোর্ডের ভাবনায় মেয়েদের 'এ' দল

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:15 মঙ্গলবার, 21 আগস্ট, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  

কয়েক মাস আগেই এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এছাড়া আয়ারল্যান্ডের মাটিতে সিরিজ জয় বা টি-টুয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারের আসরে শিরোপা জয়ের মতো দৃষ্টিনন্দন ঘটনা ঘটিয়েছে তারা। 

আর তাদের পারফরমেন্সে আরও বড় স্বপ্ন দেখছে বিসিবি। এখন পর্যন্ত মেয়েদের ক্রিকেট ইতিহাসে কখনোই তৈরি করা হয়নি 'এ' দল। এবার মেয়েদের 'এ' দল তৈরির পরিকল্পনা করেছে বোর্ড। বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দীন চৌধুরী সুজন জানান, 

'এই মুহূর্তে মেয়েরা বেশ কয়েকজন ভাল এবং নামীদামী কোচের অধীনে অনুশীলন করে যাচ্ছে। এখান থেকেই আমরা জাতীয় দলের জন্য স্কোয়াড বানাবো। বাকীরা 'এ' দলে থাকবে।'

মেয়েদের ক্রিকেটে আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিচ্ছে বিসিবি। আর এরই প্রতিফলন দেখা যাবে মেয়েদের পারফর্মেন্সে; এমনটাই বিশ্বাস করছেন বিসিবির প্রধান নির্বাহী। 

'আমরা এই মুহূর্তে মেয়েদের ক্রিকেটকে অনেক গুরুত্ব সহকারে দেখছি। বোর্ড এটাকে অনেক গুরুত্ব দিচ্ছে। তাই আমার মনে হয় আমরা আরও সফলতা পাব তাদের কাছ থেকে। এটা তাদের পারফর্মেন্সে প্রভাব ফেলবে।'

দেরিতে হলেও পারফর্মেন্স করে যাচ্ছে মেয়েদের ক্রিকেট। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপেও নারী দলের পারফর্মেন্স হতাশাজনক হবে না বলে মনে করেন ক্রিকেট বোর্ডের এই অভিভাবক।