সিপিএল

ঈদের দিন মাঠে নামছে রিয়াদের সেন্ট কিটস

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 14:04 মঙ্গলবার, 21 আগস্ট, 2018

|| ডেস্ক রিপোর্ট ||  

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মাহমুদুল্লাহ রিয়াদ। এই অলরাউন্ডার সিপিএলের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলছেন এবারের আসরে।

টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে বুধবার বাংলাদেশের ঈদের দিন সেন্ট লুসিয়ার বিপক্ষে মাঠে নামবে মাহমুদুল্লাহদের সেন্ট কিটস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাচটায়। এবারের আসরে সময়টা মোটেই ভালো যাচ্ছে না মাহমুদুল্লাহ রিয়াদের সেন্ট কিটসের।

টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে তারা। বাকি দুই ম্যাচেই হারতে হয়েছে। ক্রিস গেইলের নেতৃত্বাধীন সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের প্রথম ম্যাচের একাদশে রিয়াদের জায়গা না হলেও পরের দুই ম্যাচেই খেলেছেন তিনি।

তবে ব্যাটে বলে উজ্জ্বল পারফর্মেন্স করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে ১৬ রানের পর দ্বিতীয় ম্যাচে খেলেন ২২ রানের একটি সময়োপযোগী ইনিংস। এবারের আসরে বোলিং করার খুব একটা সুযোগ পাননি তিনি।

দুই ম্যাচে করেছেন সর্বসাকুল্য ১ ওভার। সেই ওভারে ৫ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। সিপিএলের গেল আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছিলেন রিয়াদ। এবার তাকে ৭০ হাজার ডলারে দলে টেনেছে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস স্কোয়াডঃ ক্রিস গেইল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, এভিন লুইস, টম কুপার, ব্র‍্যান্ডন কিং, শামার ব্রুকস, ইব্রাহিম খলিল, জ্যাভেল গ্লেন, তাব্রাইজ শামসি, শেল্ডন কটরেল, গ্রেম ক্রিমার, সন্দ্বীপ লামিচানে, জেরেমিয়া লুইস, আলজারি জোসেফ, বেন কাটিং, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, ডেভন স্মিথ।